সারাদেশের কৃষকদের জন্য বড় সুখবর চলে এলো প্রধানমন্ত্রী কিষান(PM Kisan Payment) সম্মাননীধী প্রকল্পের পক্ষ থেকে। এই প্রকল্পের পক্ষ থেকে সকল উপভোক্তাদের জন্য এবার বড় আপডেট পাওয়া যাচ্ছে। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কৃষকদের একাউন্টে দেওয়া হবে আট হাজার টাকা করে। আর এক্ষেত্রে কৃষকদের জন্য প্রত্যেক কিস্তিতে ২০০০ টাকা করে আসবে। তবে যেটা জানা যাচ্ছে যে আগে যেরকম তিনটি কিস্তির মাধ্যমে ছয় হাজার টাকা দেওয়া হতো। নতুন পদ্ধতিতে চারটি কিস্তির মাধ্যমে উপভোক্তাদের একাউন্টে আসবে এই আট হাজার টাকা।
পিএম কিষান সম্মাননীধী প্রকল্পের টাকা বৃদ্ধির(PM Kisan Payment Increase)ব্যাপারে এই নিয়ে আর কি কি আপডেট এসেছে, কবে থেকে এই টাকা বাড়ানো হবে, টাকা দেওয়ার নতুন পদ্ধতি কি করা হবে অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কৃষকরা কত টাকা করে পাবে, পিএম কিষান সম্মাননীধী প্রকল্পের বারতি টাকা কত তারিখ থেকে উপভোক্তাদের একাউন্টে আসবে। কোন কোন উপভোক্তাদের টাকা বাড়বে বলে জানানো হয়েছে, এই সমস্ত আপডেটগুলো চলুন এবার আমরা এক এক করে জেনে নিই।
পিএম কিষাণ প্রকল্পের টাকা (PM Kisan Payment)
কেন্দ্র সরকার সারা দেশের কৃষকদের আর্থিকভাবে আরো এগিয়ে নিয়ে যেতে নানা রকম পদক্ষেপ এর আগেই নিয়েছে। যার মাধ্যমে কৃষকদের নানাভাবে সহযোগিতা করা হয়। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি হলো আর্থিকভাবে কৃষকদের সহায়তা দেওয়া। কৃষকদের আর্থিক উন্নতি করতেই এই পিএম সম্মাননীধী প্রকল্পে মাধ্যমে টাকা দেওয়া শুরু করে সরকার। ইতিমধ্যে উপভোক্ততারা কিস্তিতে কিস্তিতে এই প্রকল্পের মাধ্যমে তাদের ব্যাংকে সরকারের পক্ষ থেকে টাকা পাচ্ছে প্রত্যেক । প্রত্যেক কিস্তিতে কৃষকদের একাউন্টে ২০০০ টাকা করে দেয় সরকার। প্রতিবছর তিনটি কিস্তিতে এই টাকা আসে। ফলে সর্বমোট ৬০০০ টাকা করে উপভোক্তারা পায়।
কত টাকা করে বাড়বে?
প্রধানমন্ত্রী কিষান সম্মাননীধী প্রকল্পের এই টাকা বৃদ্ধি নিয়েই নতুন আপডেট এসেছে। যেখানে জানানো হয়েছে যে এই প্রকল্পের টাকা আরো ২০০০ টাকা করে বাড়বে। অর্থাৎ এ ক্ষেত্রে আরো একটি কিস্তির পরিমাণ বাড়তে চলেছে। আগে যেরকম তিনটি কিস্তি দেওয়া হতো দু হাজার টাকার, কিন্তু এই নিয়ম লাগু হলে চারটি কিস্তিতে দেওয়া হবে ২০০০ টাকা করে। ফলে সব মিলিয়ে চারটি কিস্তিতে উপভোক্তারা ৮০০০ টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পাবে।
কবে থেকে বাড়তি টাকা উপভোক্তাদের দেওয়া হবে?
বিভিন্ন মহল থেকে অনেকদিন থেকেই আবেদন জানানো হচ্ছে যাতে এই পিএম কিষান প্রকল্পের টাকা কিছুটা বাড়িয়ে দেয় সরকার (PM Kisan Payment Increase)। এবারও এরকমই দাবি রয়েছে যাতে ২০০০ টাকা করে এই টাকা বাড়ানো হয়। বিভিন্ন মিডিয়ার সূত্র মারফত জানা যাচ্ছে যে এই দু হাজার টাকা করেই শেষ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে কেন্দ্র সরকার। এ বিষয়ে প্রশাসনিক ভাবে এখনো কিছু জানানো না হলেও রাজনৈতিক মহলে কিন্তু এই নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। যেকোনো সময় এই নিয়ে নতুন ঘোষণা করতে পারে সরকার। বারতি টাকা নিয়ে বিস্তারিত তথ্য নতুন সিদ্ধান্ত আসলেই জানা যাবে। সেই আপডেট আমরাই সবার আগে আপনাদের কাছে সময় মত পৌঁছে দেব আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।