IPL শুরুর আগেই জিওর বড় চমক, এভাবে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ৯০ দিনের জিওহটস্টার সাবস্ক্রিপশন (Jio IPL Recharge Offer)

Published By: bongosomoyin@gmail.com | Published On:

জিও তাদের গ্রাহকদের জন্য আবারো নিয়ে এলো দুর্দান্ত অফার(Jio IPL Recharge Offer)। সম্প্রতি জিও সিনেমা (Jio Cenema)এবং হটস্টার(Hotstar) একত্রে মিলে তৈরি হয়েছে জিওহটস্টার(Jiohotstar)। আগে জিও সিনেমার উপভোক্ততারা সম্পূর্ণ বিনামূল্যে আইপিএল সহ বিভিন্ন খেলা দেখার সুবিধা পেত। কিন্তু হটস্টার এর সঙ্গে তাদের সংযুক্তির পর এখন থেকে আর জিও হটস্টারে বিনামূল্যে আইপিএল বা অন্যান্য খেলা দেখাচ্ছেনা। এর জন্য গ্রাহকদের মোটা টাকার সাবস্ক্রিপশন নিতে হচ্ছে। তবে এরই মধ্যে বিশেষভাবে আইপিএলকে সামনে রেখে নতুন অফার নিয়ে এসেছে জিও। জিওগ্রাহকরা এই পদ্ধতি ব্যবহার করলেই সম্পূর্ণ ৯০ দিনের জন্য জিও হটস্টারের সাবস্ক্রিপশন বিনামূল্যে(Free Jio Hotstar Subscription) পেয়ে যাবে। অর্থাৎ পুরো আইপিএল মরশুমে সম্পূর্ণ বিনামূল্যে খেলা দেখতে পারবে জিওর গ্রাহকরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

 

তো এবার প্রশ্ন হচ্ছে যে জিওর পক্ষ থেকে ঠিক কি কি অফার নিয়ে আসা হয়েছে গ্রাহকদের জন্য, কবে থেকে এই সুযোগ সুবিধা গুলো পাবে গ্রাহকরা, বিশেষভাবে আইপিএলের দর্শকদের জন্য নতুন কি অফার নিয়ে আসা হয়েছে, কোন পদ্ধতিতে গ্রাহকরা ৯০ দিনের জন্য জিওহটস্টার সাবস্ক্রিপশন (Free 90 days Jio Hotstar Subscription)সম্পূর্ণ বিনামূল্যে পাবে, চলুন এবার এক এক করে এই সমস্ত তথ্য গুলো দেখে নেওয়া যাক।

 

 

ঠিক কবে থেকে এই সুবিধা শুরু হবে?

জিওর পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু আইপিএল(IPL 2025) উপলক্ষে এই বিশেষ উপহার দেওয়া হচ্ছে গ্রাহকদের, তাই যেদিন থেকে আইপিএল শুরু হচ্ছে সেদিন থেকেই এই সুবিধা পাবে উপভোক্তারা। অর্থাৎ ২২ শে মার্চ থেকে জিও গ্রাহকরা এই সুবিধা নিতে পারবে। এখানে বিশেষ ভাবে জানিয়ে রাখছি যে ২২ মার্চ থেকে শুরু করে ২৫ শে মে পর্যন্ত চলবে আইপিএল। এই সম্পূর্ণ মরশুমেই জিও গ্রাহকরা এই সুবিধা পাবে।

 

কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে সাবস্ক্রিপশন (Free Jio Hotstar Subscription)

দুটি পদ্ধতিতে জিওর গ্রাহকরা এই বিনামূল্যে জিওর সাবস্ক্রিপশন এর সুবিধা নিতে পারবে। একটি ক্ষেত্রে যারা জিওর পুরনো গ্রাহক রয়েছে তারা ২৯৯ টাকা বা তার বেশি যে সমস্ত রিচার্জ প্ল্যানগুলো রয়েছে জিওর সেগুলো রিচার্জ করলে (Jio IPL Recharge Offer)এই সুবিধা পাবে। আর অন্য ক্ষেত্রে যারা জিওর নতুন গ্রাহক হবে অর্থাৎ যারা যারা এখন জিওর নতুন সিম কার্ড নেবে তাদের জন্য এই নতুন অফার। তাদেরও সিম কেনার পর ন্যূনতম ২৯৯ টাকার রিচার্জ করতে হবে তাহলেই তারা এই সুবিধা নিতে পারবে।

 

আইপিএলের জন্য জিওর বিশেষ অফার (Jio IPL Recharge Offer)

বিশেষভাবে আইপিএল কে লক্ষ্য রেখেই দর্শকদের জন্য বিশেষ কিছু ঘোষণা করেছে জিও। কোম্পানির পক্ষ থেকে জারি করা নতুন এই অফারের বিষয়ে জানানো হয়েছে যে, জিও গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে ৯০ দিনের সাবস্ক্রিপশন নিতে পারবে। গ্রাহকরা এই অফারের মাধ্যমে সম্পূর্ণ 4K কোয়ালিটিতে খেলা দেখার সুযোগ পাবে। তবে এই সুযোগ কাজে লাগাতে হবে তাদের ১৭ ই মার্চ থেকে শুরু করে ৩১ এর মার্চের মধ্যে। এবারের আইপিএল উপলক্ষে জিও কোম্পানি আরো একটি বড় সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে সম্পূর্ণ পঞ্চাশ দিনের জন্য বিনামূল্যে জিও ফাইবার (Jiofiber)এবং জিও এয়ারফাইবার (Jio Airfiber)কানেকশন দিচ্ছে। জিওর বিশেষ এই অফার গুলোর জন্য সকলে তাই অনেকটাই খুশি।

 

 

চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

 

চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This