Lakshmir bhandar: লক্ষীর ভান্ডারের জুলাই মাসের টাকার নতুন তালিকা দিলো, কিন্তু এই মহিলাদের টাকা বন্ধ

Published By: bongosomoyin@gmail.com | Published On:

লক্ষীর ভান্ডার প্রকল্পের(Lakshmir bhandar)জুলাই মাসের টাকা নিয়ে মহিলাদের জন্য খুবই খুশির খবর জানানো হয়েছে প্রকল্পের পক্ষ থেকে। বিশেষ দুটি গুরুত্বপূর্ণ আপডেট এই মহিলাদের জন্য এসেছে । প্রথমত এই প্রকল্পে এবার ২৪০০ টাকা এবং ২০০০ টাকা করে দেবে। এরই পাশাপাশি আবার বেশ কিছু উপভোক্তার জন্য রয়েছে খারাপ খবর। কারণ প্রকল্পে এবারের কিস্তির টাকা প্রচুর কৃষকের জন্য বন্ধ করা হয়েছে। চলতি কিস্তিতে এদের ব্যাংকে আর টাকা দেবেনা। যতদিন পর্যন্ত মহিলারা এই সমস্যার সমাধান না করবে ততদিন আর তারা টাকা পাবেনা। এদিকে আবার জুলাই মাসের প্রকল্পের টাকা মহিলারা কবে পাবে সেই আপডেট জানানো হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

ঠিক কত তারিখে এবারের কিস্তিতে মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে, কোন কোন কৃষকদেরকে এই মাসে ২৪০০ টাকা এবং ২০০০ টাকা করে দেওয়া হবে, এই টাকা পেতে কি করতে হবে, আপনিও কিভাবে এই টাকা পাবেন, আর কোন কোন মহিলাদের টাকা এই কিস্তিতে দেওয়া হবেনা, যাদের টাকা বন্ধ করা হয়েছে, কি করলে এই মহিলাদের ব্যাংকে আবারও টাকা আসবে চলুন এ বিষয়গুলো এবার দেখে নেই।

 

কোন মহিলাদের এবার টাকা দেবেনা?(Lakshmir bhandar Payment stop)

লক্ষীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে মহিলাদের জন্য জুলাই মাসের টাকা নিয়ে বড় এই দুঃসংবাদ এসেছে। এই নিয়ে উপভোক্তাদের জন্য বিশেষ নির্দেশিকা আগেই দেওয়া হয়েছিল। যেখানে জানানো হয়েছে ব্যাংকিং সংক্রান্ত এই সমস্যার সমাধান করতে হবে উপভোক্তাদের, তা নাহলে এদের টাকা বন্ধ করা হবে। কিন্তু অনেক উপভোক্তাই এই কাজ নাকরায় এই মাস থেকে তাদের টাকা বন্ধ করা হলো। টাকা পেতে এদের এই সমস্যার সমাধান আগে করতে হবে।

 

২৪০০ টাকা এবং ২০০০ টাকা কাদের দেবে?(Lakshmir bhandar double Payment)

এমনিতে লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমানে মহিলাদের ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হচ্ছে। তবে প্রকল্পে প্রচুর উপভোক্তা এরকম রয়েছে যাদের ব্যাংকে এই জুলাই মাসে ২০০০ টাকা এবং ২৪০০ টাকা আসবে জুন মাসের টাকা দেওয়ার ব্যাপারে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল মহিলাদের। এদের মধ্যে প্রচুর উপভোক্তা এই সমস্যার সমাধান করে ফেলেছে। তাদের ব্যাংকে এই জুলাই মাসে একবারে ২৪০০ টাকা এবং ২০০০ টাকা করে দেবে।

 

কবে এবারের টাকা আসবে?(Lakshmir bhandar payment date)

জুন মাস শেষ হতেই শুরু জুলাই মাস। মহিলারা অপেক্ষা করে আছে এবারের টাকা কবে তাড়া পাবে। এদিকে এই প্রকল্পের মহিলাদের টাকা দেওয়ার তালিকাও চূড়ান্ত। জানা যাচ্ছে যে এবার আর টাকা পেতে বেশি অপেক্ষা করতে হবেনা। প্রথম সপ্তাহেই উপভোক্তাদের একাউন্টে এই টাকা চলে আসবে। তবে কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের ব্যাংকে টাকা আসতে ১০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This