Ration Entitlement: জুলাই মাসের রেশন তালিকায় চমক, রেশনে পাবেন বিশেষ সুবিধা, পাশাপাশি ২০০০ ও ৫০০০ টাকা

Published By: bongosomoyin@gmail.com | Published On:

প্রকাশিত হলো জুলাই মাসের নতুন রেশন তালিকা(Ration Entitlement)। অর্থাৎ এই জুলাই মাসে গ্রহকরা রেশন কার্ড দিয়ে রেশন দোকান থেকে কি কি পাবে সেই তালিকা জারি হলো। এবারের রেশন তালিকায় সাধারণ উপভোক্তাদের জন্য বড় চমক দিয়েছে সরকার। কারণ এই জুলাই মাসে বিশেষ সুবিধা পাবে রেশন গ্রাহকরা। পাশাপাশি এই মাসে সাধারণ মানুষের জন্য রয়েছে আরও বড় চমক। জুলাই মাসেই তারা পাবে ২০০০ টাকা এবং ৫০০০ টাকা করে। সরকারি এই নির্দেশিকার মধ্যে পড়লে তবে এই সুবিধা পাওয়া যাবে।
জুলাই মাসের নতুন রেশন তালিকায় কি কি চমক এসেছে,রেশন উপভোক্তাদের জন্য বিশেষ কি কি বরাদ্দ হয়েছে, কোন কোন রেশন কার্ড দিয়ে ঠিক কি কি সুযোগ-সুবিধা পাওয়া যাবে, এই মাসে ২০০০ টাকা ও ৫০০০ টাকা করে কারা কারা পাবে, কোন নির্দেশিকায় থাকলে এই টাকা পাওয়া যাবে চরণে তথ্যগুলো এবার জেনে নেওয়া যাক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

AAY বা অন্তদয় অন্য যোজনা রেশন কার্ড (Ration Entitlement for AAY)
এই রেশন কার্ডটি সমস্ত রেশন কার্ডের মধ্যে এক নম্বরে আছে। এই কার্ডে সুযোগ সুবিধা অনেকটাই বেশি পাওয়া যায়। জুলাই মাসে এই রেশন কার্ডে বরাদ্দ হচ্ছে পরিবার পিছু ২১ কেজি করে চাল এবং ১৩ কেজি ৩০০ গ্রাম বা ১৪ প্যাকেট আটা। এদের মধ্যে অনেকেরই বিশেষ বরাদ্দ রয়েছে, এই বিষয়ে নিচে জানানো হলো।
PHH এবং SPHH রেশন কার্ড (Ration Entitlement for PHH & SPHH)
সাধারণভাবে এই দুটি রেশন কার্ডের মাধ্যমে উপভোক্তাদের একই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। এই দুটোর মধ্যে যেকোনো একটি রেশন কার্ড থাকলে প্রত্যেক কার্ড হিসেবে তিন কেজি করে চাল এবং দুই কেজি গম বা দুই প্যাকেট করে আটা পাওয়া যায়। এদের মধ্যে অনেকেই বিশেষ সুযোগ সুবিধা এবার পাবে, এই বিষয়ে নিচে জানানো হলো।

RKSY-I রেশন কার্ডের সুবিধা(Ration Entitlement for RKSY-I)
RKSY-I বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড প্রচুর উপভোক্তাদের কাছে রয়েছে। এই কার্ডটি রাজ্য সরকারের অধীন। এই রেশন কার্ড দিয়ে গ্রহকরা প্রত্যেক কার্ড হিসেবে পাঁচ কেজি করে চাল পাবে। এক্ষেত্রে পরিবারের সদস্য অনুযায়ী তারা কমবেশি রেশন পাবে। যদিও এই রেশন কার্ডে আটা বা গম দেওয়া হয় না, তবে এদের মধ্যে প্রচুর উপভোক্তার বিশেষ বরাদ্দ রয়েছে।

RKSY-II রেশন কার্ড (Ration Entitlement for RKSY-II)
রাজ্য সরকারের আরও একটি রেশন কার্ড হচ্ছে এই RKSY-II রেশন কার্ড। এই রেশন কার্ডের মাধ্যমে প্রত্যেক কার্ড হিসেবে দুই কেজি করে চাল পাওয়া যাবে। কিন্তূ এর মাধ্যমে গম বা আটা পাওয়া যাবে না।

বিশেষ বরাদ্দ করা পাবে?(Special Ration Entitlement)
যাদের যাদের কাছে AAY রেশন কার্ড , PHH, SPHH রেশন কার্ড, এবং RKSY-I রেশন কার্ড রয়েছে এদের মধ্যে যারা পাহাড়, সিঙ্গুর, জঙ্গলমহল সহ অন্যান্য কিছু ক্যাটাগুড়ির গ্রাহক রয়েছেন তারা এই মাসে বিশেষ বরাদ্দ পাবে।
২০০০ টাকাও ৫ হাজার টাকা কারা কারা পাবে?
এই টাকাটি তারাই পাবে যাদের নাম কৃষক বন্ধু প্রকল্প রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আরো একটি কিস্তির টাকা উপভোক্তারা পেতে চলেছে। দীর্ঘদিন বাদে এই খড়িপ মরশুমে তাদের ব্যাংকে এই ২০০০ টাকা করে দেবে সরকার।রেশনের(Ration Entitlement)পাশাপাশি জুলাই মাসে এই সুবিধায় তাই সকলে অনেকটাই খুশি হবে।

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This