লক্ষীর ভান্ডার প্রকল্প(Lakhir Bhandar Payment)বর্তমানে সকল মহিলাদের কাছে সরকারের সবচেয়ে বড় উপহার। এবার এই প্রকল্পে চলতে কিস্তির টাকা নিয়ে মহিলাদের জন্য এসেছে আরো দুর্দান্ত আপডেট। এবারের কিস্তিতে মহিলাদের জন্য বিশেষ চমক রয়েছে। জুলাই মাসের টাকা দেওয়ার তালিকায় বড় পরিবর্তন করা হয়েছে। এগিয়ে আনা হয়েছে টাকা দেওয়ার তারিখ, পাশাপাশি ৩০০০ টাকা এবং ৩৬০০ টাকা করে প্রচুর উপভোক্তাকে দেওয়া হবে। এবারের টাকা নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য।
কত তারিখে মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের এই জুলাই মাসের টাকা তাদের ব্যাংকে পাবে, এবারের কিস্তিতে মহিলাদের জন্য বিশেষ কি কি উপহার থাকছে, কোন উপভোক্তাদের এবার ৩০০০ টাকা এবং ৩৬০০ টাকা করে দেওয়া হবে, আর এবারের কিস্তির টাকা নিয়ে বিশেষ কি কি নির্দেশিকা এসেছে প্রকল্পের উপভোক্তাদের জন্য চলুন এবার আমরা দেখে নেব।
মহিলাদের জন্য বিশেষ উপহার(Lakhir Bhandar Payment Update)
লক্ষীর ভান্ডার প্রকল্প রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি। রাজ্যের সমস্ত মহিলাদের হাত খরচ চালানোর উদ্দেশ্যে রাজ্য সরকার চালু করেছিল এই প্রকল্পটি। মহিলারা প্রত্যেক মাসে মাসে বর্তমানে এই প্রকল্পের পক্ষ থেকে ১০০০ টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছে। আগে এই প্রকল্পের ৫০০ টাকা এবং ১০০০ টাকা দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ডাবল টাকা করা হয়। সেই অনুসারে উপভোক্তারা এখনো সুবিধা পাচ্ছে।
জুলাই মাসে কারা কারা ৩০০০ ও ৩৬০০ টাকা পাবে?(Lakhir Bhandar Payment of Rs. 3000, 3600)
লক্ষীর ভান্ডার প্রকল্পের অনেক উপভোক্তার জন্য এবারের কিস্তিতে দুর্দান্ত চমক দিয়েছে সরকার। কারণ ৩০০০ টাকা ও ৩ হাজার ৬০০ টাকা করে এই সমস্ত উপভোক্তারা পাবে। এক্ষেত্রে জানা যাচ্ছে যে মে মাসে অনেক উপভোক্তার এই প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। এরপর তারা গত কিস্তিতেও টাকা পায়নি। এই মহিলাদের সমস্যা এবার ঠিক হয়ে গেছে। এই কারণে এই জুলাই মাসে এরা একবারে তিন মাসের জন্য তিন হাজার টাকা এবং ৩ হাজার ৬০০ টাকা করে পাবে। বাকি উপভোক্তাদের সাধারণভাবেই টাকা দেবে।
কত তারিখে জুলাই মাসের টাকা পাবেন?(Lakhir Bhandar Payment date)
লক্ষীর ভান্ডার প্রকল্পের মহিলারা অপেক্ষা করে রয়েছে কবে জুলাই মাসের টাকা তাদের ব্যাংকে দেবে। এই নিয়ে মহিলাদের জন্য দারুন সুখবর এসেছে। জানা যাচ্ছে প্রকল্পের টাকা দেওয়ার তালিকা চূড়ান্ত। কয়েকটি জেলায় আগামীকাল থেকেই এই টাকা ঢোকা শুরু হবে। তবে বাকি জেলার টাকা পেতে আরো দু থেকে তিন দিন সময় লাগবে।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg