সমস্ত ধরনের ইউপিআই (UPI New Rules)ব্যবহারকারীদের জন্য এলো বড় আপডেট, ইউপিআই বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এর মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে বড় পরিবর্তন হচ্ছে অগাস্ট মাস থেকে। টাকা লেনদেন নিয়ে নতুন পাঁচটি নিয়ম চালু করা হচ্ছে। এক্ষেত্রে ফোনপে, গুগলপে, পেটিএম(phonepe, gpay , paytm) সহ ডিজিটাল টাকা লেনদেনের সমস্ত ক্ষেত্রেই নতুন এই নিয়ম চালু হচ্ছে। এর আগেও ইপিআইয়ের পেমেন্টে নানা রকম পরিবর্তন, হয়েছে তবে সেটা তবে সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু এবার সর্বমোট পাঁচটি ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। তাই যারা যারা ফোনপে গুগলপে পেটিএম সহ ইউপিআই এর মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করে সকলকেই নতুন এই পাঁচটি নিয়ম জানতেই হবে, তা না হলে পড়তে হবে মহা বিপদে।
ইউপিআই এর টাকা লেনদেনের ক্ষেত্রে কি কি পরিবর্তন আনা হয়েছে, কোন পাঁচটি নতুন নিয়ম এই ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে, কোন নিয়ম কবে থেকে কার্যকর হচ্ছে, যারা নতুন এই নিয়মগুলো জানবেনা তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, কোন ক্ষেত্রে কত টাকা বেশি জরিমানা লাগতে পারে, সর্বোপরি ইউপিআই পেমেন্টের জন্য নতুন কি কি ঘোষণা করেছে সরকার সমস্ত তথ্য এবার আমরা জানব।
ইউপিআইয়ে টাকা পেমেন্ট করার নতুন নিয়ম (UPI New Rules)
একজন ইউপিআই ব্যবহারকারী একদিনে কত বার এবং কত টাকা ইউপিআই এর মাধ্যমে লেনদেন করতে পারবে সে বিষয়ে নতুন নিয়ম এসেছে। নতুন নিয়মে জানা যাচ্ছে যে এবার থেকে দিনে কুড়িবার পর্যন্ত পেমেন্ট করা যাবে, তার চেয়ে বেশি হলে অতিরিক্ত টাকা চার্জ হিসেবে কাটা হতে পারে। ১লা আগস্ট থেকে এক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন, তবে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে ৫ লক্ষ বা তারও বেশি টাকা দেওয়া যাবে।
ব্যালেন্স চেক করার নির্দিষ্ট সীমা (UPI Balance new Rules)
১লা আগস্ট থেকে আর ইউপিআই এর মাধ্যমে ইচ্ছে মত ব্যালেন্স চেক করা যাবেনা। আগে গ্রাহকরা যতবার খুশি ব্যালেন্স চেক করতে পারতো, কিন্তু নতুন নিয়মে প্রতিদিন একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা যাবে। পঞ্চাশের বেশি বার একাউন্ট ব্যালেন্স চেক করার চেষ্টা করলে তা বাতিল হবে।
অটোপে লেনদেনের নতুন সময়(UPI auto pay new Rules)
ইউপিআই ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আসছে অটোপে পেমেন্টের ক্ষেত্রে। এই ধরনের পেমেন্ট এখন শুধুমাত্র নির্দিষ্ট অফ-পিক আওয়ারেই করা যাবে। প্রথম স্লট সকাল ১০ টার আগে পর্যন্ত, দ্বিতীয় স্লট দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত, এবং আরো একটি স্লট রাত নটা বেজে ৩০ মিনিট থেকে।
ফেইল্ড ট্রানজেকশন এর নতুন নিয়ম (UPI failed New Rules)
ইউপিআই পেমেন্টের মাধ্যমে টাকা লেনদেন করার ক্ষেত্রে যদি কোন ফেইল্ড ট্রানজেকশন হয়, সেক্ষেত্রে তা পরীক্ষা করার সময়সীমার মধ্যেও পরিবর্তন হচ্ছে। দিনে মাত্র তিনবার এই ট্রানজেকশন এর স্থিতি দেখা যাবে, সেটাও একবার চেক করা হলে ৯০ সেকেন্ড অপেক্ষা করে দ্বিতীয়বার চেক করা যাবে।
ইউপিআইয়ে যুক্ত একাউন্টের ক্ষেত্রে নতুন নিয়ম
ইউপিআই (UPI New Rules)ব্যবহারকারীরা তাদের মোবাইল নাম্বারের সাথে যুক্ত একাউন্টগুলো খুব সহজেই দেখতে পারে। কিন্তু নতুন নিয়ম অনুসারে এখানেও কিছু পরিবর্তন হয়েছে। আগে যতবার খুশি এটি দেখা গেল এখন সর্বোচ্চ ২৫ বারই এটা দেখা যাবে।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg