অপেক্ষার অবসান, অবশেষে প্রকাশিত হলো খরসা তালিকা(SIR Draft Roll West Bengal)। গত ১১ ই ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফ্রম জমা নেওয়া হয়েছে। এরপর সেগুলো পোর্টালে নথিভুক্ত করনের কাজ হয়েছে। এরই মধ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে। এবারের খরসা তালিকায় এদের নাম থাকবেনা। ভোটার তালিকায় নাম থাকবে কিনা এটা জানার জন্য অনেকেই অধীর আগ্রহ অপেক্ষা করছে। অবশেষে এই খরসা তালিকা প্রকাশ করল কমিশন।
সকল সাধারণ মানুষ খুব সহজেই এই খরসা তালিকা চেক করতে পারবে। এই তালিকায় নাম উঠলো কিনা, বা কোন কারণে নাম কাটা গেছে কিনা সরাসরি দেখা যাবে মোবাইলের মাধ্যমে। SIR-এ নাম চেক করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রেখেছে কমিশন। যার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে মোবাইল দিয়ে অনলাইনে চেক করা। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন SIR-এর তালিকায় আপনার নাম উঠেছে কিনা এ নিয়ে স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিচে জানানো হলো।
অনলাইনে কিভাবে আপনার নাম চেক করবেন?(How to check SIR Draft Roll West Bengal online)
অনলাইনে নাম চেক করার জন্য দুটো ওয়েবসাইট প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে https://ceowestbengal.wb.gov.in। আর অপর আরেকটি ওয়েবসাইট হলো https://voters.eci.gov.in। উপরের যেকোনো একটি ওয়েবসাইটে আপনারা সরাসরি প্রবেশ করতে পারেন। অথবা গুগলে লিখতে পারেন এই ওয়েবসাইটের নাম লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করা হয়ে গেলে, ক্লিক করে মেন ওয়েবসাইটে এসে Downlod SIR Draft Roll দেখতে পারবেন। এর উপর প্রথমে ক্লিক করতে হবে। এরপর আপনার এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ড নাম্বার বসিয়ে আপনারা খুব সহজেই সার্চ করতে পারবেন। সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখে নিতে পারবেন আপনার নাম লিস্টে আছে কিনা।
অফলাইনে খড়সা তালিকা কি করে দেখবেন?(How to check SIR Draft Roll West Bengal ofline)
অনলাইনের পাশাপাশি অফলাইনেও দেখা যাবে খড়সা তালিকা। BLO- দের কাছে সংশ্লিষ্ট বুথের একটি কপি দেওয়া থাকবে। সেখানে গিয়েও আপনারা এই নাম চেক করতে পারবেন। এরই পাশাপাশি BLA-দের কাছেও একই কপি থাকবে। সেখানে গিয়েও আপনারা তালিকা যাচাই করতে পারবেন।
এসআইয়ের খরসা তালিকা চেক করার লিংক (SIR Draft Roll West Bengal)
https://ceowestbengal.wb.gov.in
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg






