Lakhir Bhandar Payment: লক্ষীর ভান্ডার আড়াই গুণ বৃদ্ধি, মিলবে ২০০০ থেকে ২৫০০ টাকা, বড় ইঙ্গিত তৃণমূল নেত্রীর

Published By: bongosomoyin@gmail.com | Published On:

রাজ্যের মহিলাদের জন্য লক্ষীর ভান্ডারের টাকা (Lakhir Bhandar Payment)নিয়ে আবারো বড় চমক। প্রকল্পের পক্ষ থেকে এলো বড় সুখবর। এবার একবারে আড়াই গুণ পর্যন্ত বাড়তে চলেছে টাকা। ফলে ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা করে দেওয়া হতে পারে। এবার এমনই ইঙ্গিত দিলেন খোদ তৃণমূল নেত্রী। দীর্ঘদিন থেকেই এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির জল্পনা চলছে। ২০২৫ শেষ হয়ে শুরু হচ্ছে ২০২৬ সাল। সামনেই বিধানসভা নির্বাচন। এবার তাই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় চমক দিতে চলেছে সরকার। এই টাকা বৃদ্ধির ব্যাপারে কি কি জানা যাচ্ছে, কবে থেকে দেওয়া হবে টাকা, এই বিষয়ে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

২০২১ সালে দ্বিতীয়বার ক্ষমতায় বসেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষীর ভান্ডার প্রকল্পের(Lakhir Bhandar Payment)সূচনা করেন। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরাসরি মহিলাদের ব্যাংকে টাকা দেওয়া শুরু হয়। আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী প্রাথমিকভাবে এই প্রকল্পে ৫০০ টাকা এবং ১০০০ টাকা দেওয়া শুরু হয়। পরে একধাপে সেই টাকা বৃদ্ধি করে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করা হয়েছে। আবারো দ্বিতীয় দফায় টাকা বৃদ্ধির ব্যাপারে এসেছেন নতুন আপডেট।

 

কোন ক্ষেত্রে কত টাকা বাড়তে পারে?(Lakhir Bhandar payment increase)

লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি নিয়ে যে নতুন আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে দুই থেকে আড়াইগুন পর্যন্ত বাড়তে পারে এই টাকা। অর্থাৎ এক্ষেত্রে যে সমস্ত মহিলারা বর্তমানে এক হাজার টাকা করে এই প্রকল্পে পাচ্ছে তাদের দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। আর তপশিলি জাতি ও উপজাতি মহিলারা যারা, তাদের আরও বেশি টাকা আসতে পারে।

 

ঠিক কি কি জানিয়েছেন তৃণমূল নেত্রী (Lakhir Bhandar Payment increase update)

লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তিনি জানিয়েছেন শুরুতে এই প্রকল্পে ৫০০ টাকা এবং ১০০০ টাকা করে দেওয়া হতো।। কিন্তু বর্তমানে এই টাকা বেশ বাড়ানো হয়েছে। পরবর্তীকালে ২০০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে মহিলাদের নতুন চমক দিতে সরকার টাকা বৃদ্ধি করবে বলেই জানা যাচ্ছে।

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This