গৃহবধূদের জন্য এবার এল আয়ের দুর্দান্ত সুযোগ। মহিলারা নিজের গ্রামে আশা কর্মীদের মতো নতুন প্রকল্পে কাজ (House Wife Job From Home)করতে পারবে। রাজ্যের প্রায় প্রত্যেকটি ব্লকে ব্লকে এ প্রকল্পের আওতায় ৩০ থেকে ৪০ জন কর্মী নিয়োগ করা হবে। এই প্রকল্পে কাজ করলে মহিলারা ৭৫০০ টাকা থেকে ৯০০০ টাকা পর্যন্ত বেতন পাবে। বিভিন্ন দিক থেকে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যেতে আগেই নানা রকম পদক্ষেপ নিয়েছে সরকার। কিছু প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তাও তাদের দেওয়া হচ্ছে। কিন্তু এবার নেওয়া হল দুর্দান্ত এক উদ্যোগ। চালু করা হচ্ছে কাজের প্রকল্প। সমাজে সেবামূলক কাজ করে প্রত্যেক মাসে মাসে ৯ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
ঠিক কি এই প্রকল্প, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে, এই প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে, কোন ক্ষেত্রে কাদের কাদের কত টাকা করে বেতন দেওয়া হবে, কর্মীদের ঠিক কি কি কাজ করতে হবে, প্রকল্পের নাম তুলতে গেলে কি কি কাগজপত্র থাকতে হবে চলুন এই বিষয়গুলো এবার দেখে নেওয়া যাক।
গৃহবধূদের জন্য বিশেষ উদ্যোগ
জানা যাচ্ছে আনন্দধারা প্রকল্পের অধীনে এবং গ্রামীণ জীবিকা মিশনের আওতায় সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে মহিলাদের। আর এই প্রশিক্ষণ হবে সম্পূর্ণ বিনামূল্যে। প্রশিক্ষণ শেষে এই সমস্ত মহিলাদেরকে কাজে নিয়োগ করা হবে।
- কারা কারা আবেদন করতে পারবে (Eligibility Criteria)
- শুধুমাত্র মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবে।
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে যে ব্লকের শূন্য পদের জন্য আবেদন করবেন সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস।
- প্রয়োজনীয় সমস্ত নথিপত্র থাকতে হবে।
ঠিক কি কি কাজ করতে হবে?
এই কাজটি হলো সমাজের একটি সেবামূলক কাজ। এই কারণেই এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সেবাসখি প্রকল্প। যারা যারা শহরাঞ্চলে কাজ করবে তাদেরকে দৈনিক ৩০০ টাকা হিসেবে প্রতি মাসে ৯০০০ টাকা করে বেতন দেওয়া হবে। আর যারা যারা গ্রামাঞ্চলে কাজ করবে তাদের দৈনিক ২৫০ টাকা হিসেবে প্রতি মাসে ৭৫০০ টাকা করে দেওয়া হবে।
প্রকল্পের প্রশিক্ষণ কোথায় কোথায় শুরু হয়েছে?
জানা যাচ্ছে মহিলাদের জন্য কাজের এই বিশেষ প্রকল্পটি (House Wife Job)ইতিমধ্যে পাইলট প্রজেক্ট হিসেবে বেশ কয়েকটি জায়গা শুরু করা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট ব্লক, দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর, হাওড়া জেলার আমতা ব্লক, এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে এই এই প্রকল্পের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এখানে সফল হলেই বাকি জেলায়ও এই কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। এখন দেখার বিষয় বাকি জেলাগুলোর ক্ষেত্রে কখন এই কাজ শুরু করে সরকার।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg