আজকের ৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, লক্ষীর ভান্ডার থেকেই রেশন, রাজনীতি থেকেই আবহায়া (Important News Today)

Published By: bongosomoyin@gmail.com | Published On:

অবশেষে নিশ্চিত বিজেপির রাজ্য সভাপতির নাম, শমিক ভট্টাচার্যকেই বেছে নিল কেন্দ্রীয় নেতৃত্ব। দীর্ঘ টানাপোরণের পর অবশেষে সিলমোহর, রাজ্য বিজেপির সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য(Important News Today)। বেশ কিছুদিন থেকে এই নিয়ে গভীর জল্পনা শুরু হয়েছিল। সভাপতির দৌড়ে ছিল সর্বমোট পাঁচ জনের নাম। কিন্তু শেষ মেষ শমিক ভট্টাচার্যকেই বেছে নেওয়া হল পশ্চিমবঙ্গ বিজেপির আগামী দিনের কান্ডারী হিসেবে। গতকালকেই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল যে শমিক ভট্টাচার্যই বিজেপির রাজ্য সভাপতি হতে যাচ্ছেন। কিন্তু শেষ পর্বে এক বড় নাটক দেখা যায়। সভাপতি পদের জন্য মনোনয়ন জমা করেন শমিক বাবু, কিন্তু শেষ দিকে সভাপতি পদের জন্য মনোনয়ন জমা করেন আরো এক বিজেপি নেতা অম্বুযাক্ষ মোহান্তি। কিন্তু প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় তার আবেদন বাতিল করা হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

 

লক্ষ্মীর ভান্ডারের জুলাই মাসের টাকা দেওয়া শুরু, খুশি রাজ্যের মহিলারা (lakhir bhandar payment)

জুলাই মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে রাজ্যের মহিলাদের জন্য এসেছে দুর্দান্ত সুখবর। এই মাসের টাকা দেওয়ার তালিকা ইতিমধ্যে প্রায় চূড়ান্ত করে ফেলেছে নারী ও শিশু কল্যাণ দপ্তর। আগে থেকে যাদের যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত রয়েছে তাদের ব্যাংকে এই জুলাই মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে। আগামীকাল থেকেই কয়েকটি জেলায় টাকা দেওয়া শুরু হবে, এরপর দু থেকে তিন দিনের মধ্যে বাকি সমস্ত জেলায় টাকা দেওয়া হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।। প্রকল্পে টাকা দেওয়ার এই ঘোষণায় তাই নিশ্চিতভাবে অনেকটাই খুশি হবে লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রত্যেক মহিলা।

 

টিএমসিপি ছাত্রনেতা মনোজিতের বিকৃত যৌন লালসার শিকার কলেজের আরো ১৫ ছাত্রী, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

একের পর এক বেরিয়ে আসছে টিএমসির ছাত্রনেতা মনোজিতের কুকীর্তির কাহিনী। তার বিরুদ্ধে এবার আরও এক কলেজ ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ করলেন। ইতিমধ্যেই কসবায় ল কলেজে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় কলেজ চত্বর থেকে পাড়াগা সর্বত্রই তার ব্যাপক প্রভাব ছিল। তিনি টিএমসির কলকাতা দক্ষিণ ইউনিটের সাধারণ সম্পাদক। কলেজে প্রচুর ছাত্রীর দিকেই তার ছিল কুনজর। নতুন করে অভিযোগকারীনি এক কলেজ ছাত্রী জানিয়েছেন দু’বছর আগে তাকে যৌন হেনস্থা করে মনোজিৎ। এরপর তার বাবা-মা ও বোনকে মেরে ফেলার হুমকি দেয়। ফলে এতদিন কাউকে কিছু জানাতে পারেনি অভিযোগকারী মহিলা।

 

এবার পথে রেশন ডিলাররা, কমিশন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু(Ration News)

সরকারি রেশন বন্টনে এবার কমিশন বৃদ্ধির দাবিতে সরব হল সমস্ত রেশন ডিলাররা। তাদের দাবি দুয়ারের সরকার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার যেভাবে উপভোক্তাদের দুয়ারে রেশন পৌঁছে দিচ্ছে তাতে বেশ সমস্যা হচ্ছে তাদের। এই রেশন পৌঁছে দেওয়ার জন্য তারা কুইন্টাল প্রতি বর্তমানে ৭৫ টাকা করে পাচ্ছে। তাদের দাবি এই ৭৫ টাকা তুলনামূলকভাবে অনেকটাই কম। তাই রেশন সামগ্রিক পৌঁছে দেওয়ার জন্য তাদের কমিশন বাড়াতে হবে। রেশন ডিলার অ্যাসোসিয়েশন এর এক বিশেষ বৈঠক এদিন অনুষ্ঠিত হয়। সেখান থেকেই তাদের কমিশন ৭৫ টাকা থেকে বাড়ি এ ৩০০ টাকা করার দাবি রাখে রেশন দিলেররা।

 

 

ফের তৈরি গভীর নিম্নচাপ, টানা তিন থেকে চার দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা জেলা থেকে জেলায় (Weather Today)

রাজ্যে ইতিমধ্যেই বর্ষা শুরু হয়েছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই থেকে থেকে বর্ষার বৃষ্টি দেখা যাচ্ছে। তবে ভারী বর্ষার অভাব দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই। অবশেষে এই ভারী বৃষ্টি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল মৌসম ভবন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে আগামী ৭ দিনে রাজ্যের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টি দেখা যাবে। তবে বিশেষভাবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ৫০ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া(Important News Today)। উত্তরবঙ্গের দু থেকে তিনটি জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This
Related News