Jai johar Scheme: পুজোর আগেই সুখবর, এবার পুরুষ মহিলা উভয়কেই দেবে ১৮০০ টাকা করে, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

Published By: bongosomoyin@gmail.com | Published On:

উৎসবের মরশুমে আবারো সুখবর এলো রাজ্যবাসীর জন্য। এবার পুরুষ মহিলা উভয়েই পাবে ১৮০০ টাকা করে। এই(Jai johar Scheme)প্রকল্পের মাধ্যমে সরকার উপভোক্তাদের একাউন্টে এবার থেকে ১৮০০ টাকা করে ট্রান্সফার করবে। যদিও এই প্রকল্পটি আগে থেকেই চালু ছিল। তখন মাসে মাসে ১০০০ টাকা করে দেওয়া হতো। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে যে প্রকল্পের বরাদ্দ আরো ৮০০ টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ প্রকল্পের উপভোক্তারা এখন থেকে ১৮০০ টাকা করে সরাসরি তাদের ব্যাংকে পাবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

এই বিষয়ে ঠিক কি কি জানানো হয়েছে, কোন প্রকল্পে বরাদ্দ বাড়ানো হলো, অর্থাৎ কাদের কাদের একাউন্টে এখন থেকে ১৮০০ টাকা করে দেওয়া হবে। কবে থেকে বাড়তি টাকা ব্যাংকে আসবে। এই বিষয়ে আর কি কি আপডেট এসেছে, চলুন দেখে নেই বিস্তারিত তথ্য।

সরকারি প্রকল্প

রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই বিভিন্ন রকম প্রকল্প সাধারণ মানুষের জন্য চালু করেছে। যার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের একাউন্টে টাকা দেওয়া হয়। এর মধ্যে যেমন কেন্দ্র সরকারের কিছু প্রকল্প রয়েছে আবার রাজ্য সরকারেরও কিছু প্রকল্প রয়েছে। রাজ্যে কিছু প্রকল্পের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী, পাশাপাশি বিধবা ভাতা, মানবিকতা ভাতা, বার্ধক্য ভাতা(Jai johar Scheme) সহ নানা রকম টাকা উপভোক্তা পাচ্ছে। এক্ষেত্রে ভাতার টাকা বৃদ্ধি করছে সরকার।

 

কাদের কাদের টাকা বৃদ্ধি হল

নতুন ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে যে জয় জোহার প্রকল্পের (Jai johar Scheme)যারা যারা উপভোক্তা সেই সমস্ত উপভোক্তাদেরকে এখন আরও বাড়তি ৮০০ টাকা করে দেওয়া হবে। আগে এই প্রকল্পের পক্ষ থেকে এরা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেতো। নতুন ঘোষণা অনুযায়ী এদের আগের ১০০০ টাকার সাথে আরও ৮০০ টাকা করে দেওয়া হবে। পূজোর আগে এই ঘোষণায় তাই অনেকটাই খুশি প্রকল্পের উপভোক্তারা।

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This