মহিলাদের ঘরে বসে কর্মসংস্থানের নতুন দিশা, প্রতি মাসে পাবেন ২০ হাজার টাকা (Job For Women)

Published By: bongosomoyin@gmail.com | Published On:

মহিলাদের জন্য আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্র সরকারের। কর্মসংস্থানের (Job For Women)নতুন দিশা দেখাতে এক অভিনব প্রকল্প চালু করলো কেন্দ্র সরকার। এই প্রকল্পের অধীনে মহিলারা বাড়িতে থেকেই সরকারি সহায়তায় কাজ করতে পারবে। আর এই কাজ করার জন্য মহিলাদের বাইরে যেতে হবে না। বাড়িতে থেকে কাজ করে মহিলারা প্রতিমাসে আয় করতে পারবে মোটা টাকা। 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

এই কাজ করলে ১৫ থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত আয় করা যাবে প্রতি মাসে। প্রাথমিকভাবে এর জন্য ৫০০ টাকা করে প্রতিদিন ইনসেনটিভ দেওয়া হবে। এর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিংও করাবে সরকার। ট্রেনিং শেষ হতে তাদেরকে একবারেই ১৫০০০ টাকা করে দেওয়া হবে এই প্রকল্পে। মহিলাদের আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্র সরকারের এই নতুন উদ্যোগ তাই নিশ্চিতভাবে সকলের মন জয় করবে।

 ঠিক কি এই প্রকল্প, কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হয়, কোন কোন মহিলারা এই প্রকল্পে আবেদন করার জন্য যোগ্য অর্থাৎ কারা কারা এখানে নাম তুলতে পারবে, এই প্রকল্পের সুবিধা নিতে হলে কি কি কাগজপত্র থাকতে হবে, আবেদনকারীরা কিভাবে নাম নথিভুক্ত করবে, কারা ১৫০০০ টাকা করে পাবে আর কারা ২০ হাজার টাকা করে পাবে, চলুন এ বিষয়ে এবার  বিস্তারিত দেখে নেওয়া যাক।

 

 কি কি কাগজপত্র লাগবে?(Documents Required)

 এই প্রকল্পের (Job For Women)নাম নথিভুক্ত করতে হলে কিছু কাগজপত্র তৈরি রাখতে হবে আবেদনকারীদের। এরমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল,-

  •  আধার কার্ড
  •  ভোটার কার্ড
  •  ব্যাংকের পাস বই
  •  আয়ের সংসপত্র 
  •  পাসপোর্ট সাইজের ছবি 

 যোগ্যতা(Eligibility)

  •  এ প্রকল্পে আবেদন করতে হলে স্থায়ীভাবে ভারতের বাসিন্দা হতে হবে।
  •  প্রয়োজনীয় সমস্ত নথিপত্র থাকতে হবে।
  •  সরকারি চাকরিজীবী বা সচ্ছল পরিবার এই সুবিধা নিতে পারবে না।
  •  ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে।

 আবেদন পদ্ধতি(Application Processes)

 এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীরা খুব সহজে আবেদন করতে পারবে। কারণ অনলাইনেই এই প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদন করা যাচ্ছে। কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে উপভোক্তাদের আবেদন করতে হবে। এই প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় লিংক এই প্রতিবেদনেই দেওয়া থাকবে।

 

 কত টাকা আয় করা যাবে(Per month Income)

 প্রাথমিকভাবে এই প্রকল্পে(Job For Women)আবেদন করার পর সরকার থেকে যখন ট্রেনিং করানো হবে তখনই প্রতিদিন ৫০০ টাকা হিসেবে পাবে উপভোক্তারা। এক্ষেত্রে ১৫ হাজার টাকা করে তারা পেথমেই পাবে। এই টাকাটা তারা সেলাই মেশিন কেনার জন্য লাগাতে পারবে, বা কেউ অন্য কোন ক্ষেত্র ব্যবহার করতে পারি। এরপর ট্রেনিং শেষ হলে তাদের নিজেদের কাজ করতে হবে। এই কাজ করে তারা ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবে। এক্ষেত্রে দোকান বানানোর জন্য সম্পূর্ণ সরকারি সহযোগিতায় এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে।

 

Official Website Link

https://pmvishwakarma.gov.in/

Share This