পুজোর মধ্যে বড় চমক, সমস্ত কৃষকদের জন্য এলো সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা(Krishak Bandhu payment) নিয়ে এই প্রকল্পের উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। এবার রবি মরশুমের জন্য কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে বড় ঘোষণা হলো। যারা যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাদের পাশাপাশি এবার নতুন কৃষকদের জন্যও সুখবর দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা নতুন করে বিগত দিনে আবেদন করেছে তাদের জন্য বড় সুসংবাদ। কৃষকদের জন্য নতুন উপহার আসছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এই আর্থিক সহায়তা করবে সরকার।
কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি জানানো হয়েছে, ঠিক কি কি উপহার এবার পেতে চলেছে এই প্রকল্পের উপভোক্তারা, কবে থেকে কৃষকদের ব্যাংকে আবারো টাকা দেওয়া হবে, এবার কোন কোন কৃষকরা টাকা পাবে, কারা কারা টাকা পাবেনা, প্রকল্পের নতুন কৃষকদের জন্য কি কি ঘোষণা হয়েছে, তারা কবে থেকে টাকা পাবে, কত টাকা করে দেওয়া হবে, সমস্ত তথ্যগুলো এবার চলুন জেনে নেওয়া যাক।
কৃষকদের উপহার(Krishak Bandhu Scheme)
কৃষকরা দিনরাত পরিশ্রম করে মাঠে ফসল ফলায়, সেই ফসল তারা তুলে দেয় সারা দেশবাসীর মুখে। কিন্তু এই কৃষকদেরই আর্থিক অবস্থা শোচনীয়। তাই কৃষকদের আর্থিক উন্নতির জন্য ২০২১ সালে রাজ্য সরকার এক বিষের উদ্যোগ নেয়। আর এই উদ্যোগের ফলেই চালু করা হয় কৃষক বন্ধু প্রকল্পটি। শুরুতে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা এক হাজার টাকা এবং ২৫০০ টাকা করে পেতো। কিন্তু বর্তমানে কৃষকদের ব্যাংকে বছরে ৪০০০ টাকা এবং দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এরই একটি কিস্তির টাকা এবার কৃষকরা পেতে চলেছে।
কৃষক বন্ধু প্রকল্পে ১০ হাজার টাকা কারা পাবে(Krishak Bandhu Rs. 10000 payment)?
কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী দেখা যায় জমি কমবেশি হিসেবে কৃষকরা টাকা পেয়ে থাকে। এক্ষেত্রে এক একরের চেয়ে কম জমি থাকলে তাদেরকে কিস্তিতে কিস্তিতে ২ হাজার টাকা দেওয়া হয়। যে সমস্ত কৃষকদের এক একরের চেয়ে বেশি জমি তাদের কিস্তিতে কিস্তিতে ৫০০০ টাকা করে দেওয়া হয়। কিন্তূ নতুন আপডেটে জানা যাচ্ছে এবারের কিস্তিতে অনেক কৃষক ১০ হাজার টাকা করে পাবে। এমন অনেক কৃষক রয়েছে যাদের একরের থেকে বেশি জমি, পাশাপাশি খরিফ মরশুমে টাকা তারা পায়নি, সেই সমস্ত উপভোক্তাদের এবার ব্যাংকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
কবে কৃষকবন্ধুর রবি মরশুমের টাকা দেওয়া হবে?(Krishak Bandhu Rabi Season payment)
কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শেষবার কৃষকরা খরিপ মরশুমের টাকা পেয়েছিল। এবার ব্যাংকে আসবে রবি মরশুমের টাকা। কৃষকরাও অধীর আগ্রহে এই কিস্তির টাকা পেতে অপেক্ষা করছে। এমনিতে এই কিস্তির টাকাটি উৎসবের আবহে প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয়। কিন্তু এবার খরিপ মরশুমের টাকাটা দিতে অনেকটাই দেরী হয়েছিল। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে খরিপ মরশুমের টাকা পেতে কৃষকদের আরও অপেক্ষা করতে হবে। সূত্রের খবর পুজোর আগে টাকা নাদিলেও পুজোর পরই উওপভোক্তারা কৃষকবন্ধু প্রকল্পের টাকা পাবে।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg







