সামনেই রয়েছে বাঙালির পুজোর মরশুম, তার আগে কৃষকবন্ধু (Krishak Bandhu)প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য এসেছে বড় সুখবর। এই প্রকল্পের আরো একটি কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকে পাবে। এরই মধ্যে আরও বড় একটি সুখবর এসেছে এই প্রকল্পের উপভোক্তাদের জন্য। নতুন এই আপডেটে জানা যাচ্ছে কৃষকরা এবার ২০০০ টাকার পরিবর্তে পাবে ৫০০০ টাকা করে। অর্থাৎ যে সকল কৃষক আগে ২০০০ টাকা করে পেতো, তারা এবার প্রত্যেক কিস্তিতে ৫ হাজার টাকা করে পাবে। তবে এই টাকা পাওয়ার জন্য সরকারি যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই অনুযায়ী ওই কৃষককে কাজ করতে হবে। ২০০০ টাকার বদলে ৫০০০ টাকা করে দেওয়া হবে। এরই পাশাপাশি কৃষকদের জন্য আরো দুটি সুসংবাদ এসেছে এবারের কিস্তির টাকা নিয়ে।
তো কৃষকবন্ধুদের জন্য পূজোর আগে বিশেষ কি কি উপহার আসছে, কৃষকদের জন্য নতুন কি উদ্যোগ নেওয়া হয়েছে, ২০০০ টাকার পরিবর্তে কেন ৫০০০ টাকা করে দেয়া হবে, কারা কারা এই টাকা পাবে, ৫০০০ টাকা করে পেতে কৃষকদের ঠিক কি কি করতে হবে, সর্বোপরি এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কৃষকরা কত তারিখে তাদের ব্যাংকে পাবে, এই নিয়ে ঠিক কি আপডেট জানানো হয়েছে, চলুন এই সমস্ত তথ্যগুলো এবার এক এক করে দেখে নিই।
কৃষকদের জন্য উপহার(Krishak Bandhu Scheme)
কৃষকরা বর্তমানে কৃষকবন্ধু প্রকল্পের পক্ষ থেকে কিস্তিতে কিস্তিতে আর্থিক সহায়তা পাচ্ছে। এই প্রকল্পে বিশেষ উপহার দেওয়া হচ্ছে কৃষকদের। শুরু থেকে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংকে ২৫০০ টাকা এবং ১০০০ টাকা করে দেয়া হতো। কিন্তু এরপরেই কৃষকদের এই টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কৃষকদের ব্যাংকে ১০০০ টাকার বদলে ২ হাজার টাকা করে দেওয়া শুরু হয়, পাশাপাশি ২৫০০ টাকার বদলে ৫০০০ টাকা করে দেওয়া শুরু হয়। বাৎসরিক ১০ হাজার এবং চার হাজার টাকা কৃষকরা বাৎসরিক পায়।
২০০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা কোন কৃষকদের দেওয়া হবে?(Krishak Bandhu Rs. 5000 Payment)
কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান নিয়ম অনুযায়ী এই প্রকল্পে যাদের এক একরে চেয়ে কম জমি রয়েছে তাদেরকে ২০০০ টাকা করে এক একটি কিস্তিতে দেওয়া হয়। এরই পাশাপাশি যে সমস্ত কৃষকদের জমি এক একরের চেয়ে বেশি রয়েছে তাদের ব্যাংকে ৫০০০ টাকা করে প্রতি কিস্তিতে দেওয়া হয়। যেহেতু এই প্রকল্প চালু হয়েছে প্রায় পাঁচ বছর হল, এর মধ্যে অনেক কৃষকের জমির নতুন সংযোজন হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এই সংযোজন করলে, এবং এর পরিমাণ এক এক করেছে বেশি হলেই ওই কৃষক দুই হাজার টাকার পরিবর্তে ৫০০০ টাকা করে পাবে।
কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা কবে পাবেন?(Krishak Bandhu payment date)
পুজোর আগে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট জানা গেল। ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে পুজোর আগেই টাকা আসতে পারে উপভোক্তাদের ব্যাংকে। প্রকল্পের নিয়ম অনুযায়ী এবার রবি মরশুমের মাধ্যমে কৃষকরা যে টাকা পাবে সেটা দেওয়ার সময় ইতিমধ্যেই চলছে। তবে জানা যাচ্ছে এখনই কৃষকদের ব্যাঙ্কে এই টাকা আসবেনা। কারণ এবারের খরিফ মরশুমের টাকা কৃষকরা সঠিক সময় পায়নি। অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছিল এই টাকা। ফলে রবি মরশুমের টাকাও দেরিতে দেওয়া হতে পারে বলে খবর।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg






