Krishak Bandhu: কৃষক বন্ধু ২০২৫ সালের প্রথম কিস্তির টাকা, সমস্ত চিন্তা কাটিয়ে অবশেষে কৃষকদের জন্য দিল বড় সুখবর

Published By: bongosomoyin@gmail.com | Published On:

পেরিয়ে গেছে ২০২৫ সালের অর্ধেক বছর। কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা(Krishak bandhu payment)কৃষকরা পাচ্ছেনা। এই নিয়ে বেশ চিন্তিত রয়েছে প্রকল্পের সমস্ত উপভোক্তারা। অবশেষে এই কৃষকদের জন্যই এলো দুর্দান্ত আপডেট। কারণ এই প্রকল্পের মাধ্যমে এবার প্রথম কিস্তির টাকা উপভোক্তারা তাদের ব্যাংকে পেতে চলেছে। এই কিস্তিতে খরিফ মরশুমের টাকাটা তাদের একাউন্টে এবার দেওয়া হবে। এই টাকা দেওয়ার বিষয়ে এবার বিশেষ আপডেট প্রকাশিত হলো। শেষবার এই প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকদের দেওয়া হয়েছিল। আর সেটা এসেছিল গত বছর অক্টোবর মাসে। তারপর দীর্ঘদিন থেকে আর কৃষকদের টাকা দেওয়া হয়নি। অবশেষে তাদের খরিপ সিজনের টাকা দেওয়া শুরু এই দিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

তো কৃষকদের জন্য নতুন কি কি সুখবর দেওয়া হয়েছে এই প্রকল্পের টাকা নিয়ে, কত তারিখে কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা অর্থাৎ চলতি কিস্তির টাকা তাদের ব্যাংকে পাবে, কোন কোন কৃষকদের টাকা দেওয়া হবে, কোন কোন কৃষকরা এই কিস্তিতে টাকা পাবে না, এই নিয়ে নতুন তালিকায় কি কি জানানো হয়েছে, চলুন এই সমস্ত তথ্যগুলো এবার এক এক করে এই এখানে দেখে নিই।

 

কৃষকদের বিশেষ আর্থিক সহায়তা(Krishak bandhu payment)

কৃষক বন্ধু প্রকল্পের মূল লক্ষ্যই ছিল কৃষকদের আর্থিকভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া । এই উদ্দেশ্যেই ২০২১ সালে রাজ্য সরকার চালু করেছিল এই প্রকল্পটি। তখন এই প্রকল্পের মাধ্যমে ১০০০ টাকা এবং ২৫০০ টাকা করে কৃষকদের দেওয়া হতো। কিন্তু কিছুদিন পরেই এই প্রকল্পের টাকা ডবল করে দেয় সরকার। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী কৃষকরা ৫০০০ টাকা এবং ২০০০ টাকা করে পায়। এক্ষেত্রে এক একরের চেয়ে বেশি জমি থাকলে তবেই পাঁচ হাজার টাকা দেওয়া হয়,তার নিচে যাদের জমি রয়েছে তাদের সকলকে ২ হাজার টাকা করে দেওয়া হয়।

 

এই কিস্তিতে কারা টাকা পাবেনা?(Krishak bandhu payment not received)

কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে কৃষকদের বেশ কিছু নিয়ম মানতে হয়। এই প্রকল্পের যে সমস্ত নিয়মাবলী রয়েছে তার মধ্যে কৃষকদের থাকতে হয়। এগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিয়ম হচ্ছে কেওয়াইসি আপটুডেট রাখা। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কারণে এরকম অনেক উপভোক্তা রয়েছে চারা এটি এখনো করেনি। বা অনেকে না জানার কারণেই এই আপডেট করেনি। ফলে এই সমস্ত উপভোক্তাদের টাকা এই কিস্তি থেকে বন্ধ করা হলো। এই সমস্যার সমাধান না করলে তারা টাকা পাবেনা।

 

কৃষক বন্ধুর এবারের কিস্তির টাকা কবে পাবেন?(Krishak bandhu july payment date)

যখন থেকে কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছে তখন থেকে দেখা যাচ্ছে যে এই প্রকল্পের টাকা দেওয়ার বিশেষ কিছু সময় নির্দিষ্ট করে রেখেছে সরকার। ওই সময়ের মধ্যে সাধারণত উপভোক্তাদের টাকা দেওয়ার হয়। কিন্তু এবারের কিস্তির টাকাটা অনেকটাই ব্যতিক্রম। এবং খরিফ মরসুমের যে টাকা আসে সেটা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে দেওয়া হয়। এবার সেই দুটো মাস পার হয়ে গেলেও কৃষকের টাকা পায়নি। তবে সকলের জন্য সুখবর হচ্ছে যে এই মাসে উপভোক্তাদের সেই টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সামনেই রয়েছে একুশে জুলাই এর সভা। সেখানেই এই প্রকল্পের উপভোক্তাদের জন্য চমক নিয়ে আসছে সরকার।

 

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This