বাংলার কৃষকদের জন্য কৃষকবন্ধুর(Krishak Bandhu)টাকা নিয়ে অবশেষে এলো বড় সুসংবাদ। টাকা দেওয়ার নতুন তালিকায় চমক। এবারের এই খরিপ মরশুমে রাজ্যের প্রায় এক কোটি ছয় লক্ষ কৃষক ও বর্গাদারদের একাউন্টে প্রকল্পের টাকা দেওয়া হবে। দীর্ঘদিন থেকে এই প্রকল্পের টাকা কৃষকরা পাচ্ছে না। এদিকে আবার প্রকল্পের ওয়েবসাইটেও বিশেষ কিছু সমস্যা দেখা দিয়েছে। যে কারণে কৃষকরা এখনো পর্যন্ত তাদের স্থিতি জানতে পারছে না। ওয়েবসাইট বন্ধ থাকার কারণে কৃষকরা আরও বেশি চিন্তায় রয়েছে। অবশেষে সকলের চিন্তা দূর করে এই টাকা দেওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এল। নতুন এই আপডেটে একদিকে যেমন কৃষকদের জন্য সুসংবাদ রয়েছে, পাশাপাশি প্রচুর কৃষকের জন্য কিন্তু খারাপ খবরও দেওয়া হয়েছে।
তো কৃষকদের এই খরিপ মরশুমের টাকা নিয়ে নতুন কি কি খবর জানানো হয়েছে, কোন কোন কৃষকরা এবার এই প্রকল্পের টাকা পাবে না, টাকা দেওয়ার ব্যাপারে কি কি পরিবর্তন আনা হয়েছে, যাদের যাদের এই কিস্তি থেকে টাকা বন্ধ হলো তাদের টাকা পেতে হলে কি করতে হবে, সর্বোপরি খরিপ মরশুমের টাকাটা কৃষকরা কত তারিখে তাদের ব্যাংকে টাকা পাবে চলুন এই তথ্যগুলো এবার দেখে নেই।
রাজ্যের কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ
রাজ্য সরকার রাজ্যের সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা করার জন্যই এই প্রকল্পটি চালু করেছিল সরকার। ২০২১ সালে এই (Krishak Bandhu)প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তখন থেকে এখনো পর্যন্ত প্রত্যেক বছর উপভোক্তারা এই প্রকল্পে দুটো কিস্তিতে টাকা পায়। এক একরের কম জমি থাকলে সেই উপভোক্তাদের ২০০০ টাকা করে দেওয়া হয়, পাশাপাশি এর চেয়ে বেশি জমি থাকলে ৫০০০ টাকা করে পায় কৃষকরা। দুটি আলাদা আলাদা মরশুমে এই টাকাটা কৃষকদের ব্যাংকে দেয় সরকার।
কাদের টাকা বন্ধ করা হলো (Krishak Bandhu payment stop)
এবারের কিস্তিতে প্রচুর কৃষককেই আর টাকা দেবেনা সরকার। এই সমস্ত কৃষকদের এই কিস্তির টাকা নিয়ে কিছু সমস্যা দেখা দেয়। এই প্রকল্পে জারি এক নির্দেশিকা জানানো হয়েছিল যাদের যাদের এই সংক্রান্ত সমস্যা রয়েছে তাদেরকে এই কেওয়াইসি আপডেট করিয়ে রাখতে হবে। কিন্তু এই প্রকল্পের এরকম অনেক কৃষক রয়েছে যারা সেই কাজটি এখনো করেনি। এই সকল কৃষকের টাকা চলতি কিস্তি থেকে বন্ধ করা হলো। যতদিন পর্যন্ত এরা এই কাজ সম্পন্ন করবেনা ততদিন এই কৃষকরা আর টাকা পাবে না।
খরিপ মরশুমের টাকা কৃষকরা কবে পাবে? (Krishak Bandhu Payment date)
কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে এবারের খরিপ মরশুমের টাকাটা আরো আগেই কৃষকদের ব্যাঙ্কে দেওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কিছু কারণে এই টাকা দেওয়ার তারিখ এবার অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মার্চ মাসে এই টাকা দেওয়া হলেও কিছু কিছু ক্ষেত্রে জুন মাসে টাকা দেওয়া হয়েছে। তবে এই কিস্তিতে সেই জুন মাস পেরিয়ে গেলেও টাকা দিচ্ছিলনা। ফলে চিন্তিত ছিল অনেক কৃষক। অবশেষে সকলে চিন্তা দূর করে এই প্রকল্পের টাকা দেওয়ার নতুন এই তথ্য এলো। যেখানে বলা হয়েছে যে এই টাকা দেওয়ার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। কৃষকরা আগামী সপ্তাহে তাদের ব্যাংকে এই টাকা পাবে।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg