Krishak Bandhu: আবারো কৃষক বন্ধুদের টাকা, এবার কৃষকরা পাচ্ছে ৪০০০ এবং ১০০০০ টাকা করে

Published By: bongosomoyin@gmail.com | Published On:

রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কৃষক বন্ধু(Krishak Bandhu) প্রকল্পের টাকা নিয়ে। কারন এই প্রকল্পে আরো একটি ধাপের টাকা দেওয়া শুরু। এই ধাপের টাকা কৃষকদের ব্যাংকে আজ প্রসেস করা হয়েছে, এই টাকাটাই এবার কৃষকদের ব্যাঙ্কে ঢুকবে। এরই মধ্যে প্রচুর কৃষকের জন্য এসেছে বড় সুসংবাদ। কারণ এদের ব্যাংকে এবার ৪০০০ টাকা করে বরাদ্দ হয়েছে। আবার প্রচুর কৃষক এবারের কিস্তিতে ১০০০০ টাকা করে পাবে। নতুন এক নির্দেশিকার ফলে উপভোক্তাদের বাড়তি টাকা বরাদ্দ হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের এই খরিপ সিজনে বাড়তি টাকা দিচ্ছে। এদিকে আবার প্রচুর কৃষকের জন্য দুঃসংবাদ, কারণ অনেক কৃষকের টাকা দেওয়া বন্ধ হল। এবারের কিস্তি থেকেই এই কৃষকরা আর টাকা পাবেনা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

 

কৃষক বন্ধু প্রকল্পের কোন কোন (Krishak Bandhu payment)উপভোক্তাদের টাকা আজ প্রসেস হল, এই ধাপে কোন কোন জেলার টাকা ছাড়া হল, কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন কৃষকদের ৪০০০ টাকা করে দেওয়া হচ্ছে, আর কোন কোন কৃষকদের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ হয়েছে, বাড়তি টাকা কারা কারা পাচ্ছে, আপনিও কিভাবে এই বাড়তি টাকা পাবেন, কোন কোন কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে, যারা যারা এখনো টাকা পায়নি তাদের ব্যাংকে এবারের কিস্তির টাকা কবে দেওয়া হবে, এই সমস্ত তথ্যগুলো এবার জেনে নেই।

 

কৃষকদের বিশেষ সহায়তা (Krishak Bandhu payment)

কৃষকরাই দেশের মূল চালিকাশক্তি, তাই এদের আর্থিক উন্নতি ঘটানো অত্যন্ত জরুরী। এই উদ্দেশ্যেই কৃষকদের বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে চালু হয়েছিল কৃষকবন্ধু প্রকল্প। যার মাধ্যমে কৃষকরা প্রথমে ১০০০ টাকা এবং ২৫০০ টাকা পায়। এরপর একদফায় সেই টাকা বাড়িয়ে দেয় সরকার। সেই বাড়তি বরাদ্দ অনুযায়ী বর্তমানে কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছে। জমি কমবেশি অনুযায়ী ২০০০ টাকা ও ৫০০০ টাকা করে বর্তমানে কৃষকদের দেওয়া হচ্ছে। তবে অনেক কৃষকের জন্যই সুসংবাদ কারণ এরা ৪০০০ টাকা ও ১০ হাজার টাকা করে পাচ্ছে।

 

কাদের ৪০০০ টাকা ও ১০০০০ টাকা দেওয়া হচ্ছে?(Krishak Bandhu payment Rs. 4000, 10000)

কৃষক বন্ধু প্রকল্পের খড়িপ মরশুমের টাকা এবার অনেকটাই দেরিতে দেওয়া হচ্ছে। পাশাপাশি টাকা দেওয়ার নিয়মেও বড় বদল এসেছে। কৃষকরা এবার আর এক সঙ্গে টাকা পাচ্ছে না, আলাদা আলাদা ধাপে সেই টাকাগুলো কৃষকদের দেওয়া হচ্ছে। তবে এসবের মাঝেও কৃষকদের জন্য সুখবর। আর সেটা হলো ৪০০০ টাকা এবং ১০০০০ টাকা বরাদ্দ। দেখা যাচ্ছে প্রচুর কৃষক এরকম রয়েছে যাদের টাকা রবি মরশুমে আটকে গিয়েছে। এই টাকাটাও কৃষকদের এবার দেওয়া হচ্ছে। খরিপ মরশুমে তারা একসঙ্গে ৪০০০ টাকা এবং ১০০০০ টাকা করে পাচ্ছে।

 

কোন কৃষকদের টাকা দেওয়া বন্ধ হল?(Krishak Bandhu payment stop)

এদিকে আবার অনেক কৃষকের জন্য খারাপ খবর এসেছে, কারণ এই কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে। কৃষকরা এই নিয়ে বেশ চিন্তিত, প্রচুর কৃষক এখনো পর্যন্ত এই খরিপ মরশুমের টাকা তাদের ব্যাংকে পায়নি। তারা এবার টাকা পাবে কিনা সে বিষয়েও নিশ্চয়তা পাচ্ছেনা। কৃষকবন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী বলা হয়েছে কৃষকদের টাকা পেতে কেওয়াইসি আপটুডেট রাখতে হবে। যেটা অনেক কৃষকই করেনি। তাই এদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এই সমস্যার সমাধান করলেই তারা পুনরায় টাকা পাবে।

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

 

 

Share This