পুজোর মরশুমে কৃষকদের(Krishak Bandhu payment) জন্য এলো বড় উপহার। এবার ৫০০০ টাকা করে ব্যাংকে আসবে কৃষকদের। শেষবার এই প্রকল্পের মাধ্যমে খরিপ মরশুমের টাকা কৃষকদের ব্যাংকে এসেছিল। এবার কৃষকরা অপেক্ষা করছে রবি মরশুমের টাকার জন্য। এরই মধ্যে আবার কৃষকবন্ধু প্রকল্পের টাকা নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ সুসংবাদ। তবে এই টাকা কারা কারা পাবে এই বিষয়ে বিশেষ শর্ত রাখা হয়েছে, যে সমস্ত কৃষকরা এর মধ্যে তারাই এবার প্রকল্পের পক্ষ থেকে এই ৫০০০ টাকা করে পাবে। বাকি কৃষকদের এখন টাকা দেওয়া হবেনা, এদের ব্যাংকে আলাদা তারিখে টাকা দেবে।
তো কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে নতুন কি কি ঘোষণা করা হয়েছে, কোন কোন কৃষকরা এখন টাকা পাবে অর্থাৎ পুজোর আগে কোন কোন কৃষকদের ৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে, কোন শর্ত মিললে কৃষকরা এই টাকা পাবে, কারা কারা এখন টাকা পাবেনা, কৃষকবন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকাটা কৃষকদের ব্যাংকে ঠিক কবে দেওয়া হবে সমস্ত তথ্যগুলো এবার আমরা এক এক করে জানব।
কৃষকদের আর্থিক উন্নতির জন্য বিভিন্ন রকম পদক্ষেপ করেছে সরকার। এরমধ্যে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ হচ্ছে এই কৃষকবন্ধু প্রকল্পকৃষকদের(Krishak Bandhu Scheme)। রাজ্যের কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে কিস্তিতে কিস্তিতে রাজ্য সরকার থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে। বাৎসরিক ৪০০০ টাকা এবং ১০০০০ টাকা করে কৃষকদের এক্ষেত্রে দেওয়া হয়। এই টাকাটাই দুটো আলাদা আলাদা মরশুম হিসেবে ভাগ করে কৃষকদের ব্যাঙ্কে আসে। রবি মরশুমে দুহাজার টাকা এবং পাঁচ হাজার টাকা কৃষকরা পায়, একইভাবে খরিপ মরশুমের আরো ২০০০ টাকা ও ৫ হাজার টাকা করে আসে।
পুজোর আগে কাদের টাকা দেবে?কৃষকদের(Krishak Bandhu payment before durga puja)
কিছুদিন আগে কৃষক বন্ধু প্রকল্পের খরিপ মরশুমের টাকা কৃষকরা পেয়েছিল, এরই মধ্যে আবার উৎসবের মরশুমে এই কৃষকদের জন্য সুসংবাদ এলো। নতুন আপডেটে জানা যাচ্ছে কৃষকরা আরও ৫০০০ টাকা পর্যন্ত এই মাসেই পাবে। খরিপ মরশুমের যখন কৃষকরা টাকা পেয়েছিল, তখন বিভিন্ন রকম সমস্যা হয়েছিল অনেক কৃষকের। যে কারণে তখন এদের টাকা আটকে গিয়েছিল। এই কিস্তির টাকাটা আবারও পুজোর আগে উপভোক্তাদের ব্যাংকে আসবে বলে জানা যাচ্ছে।
কৃষক বন্ধুদের এবারের রবি মরশুমের টাকা কবে দেবে?কৃষকদের(Krishak Bandhu rabi season payment)
তবে গুরুত্বপূর্ণ আপডেটে জানা যাচ্ছে যে পুজোর আগে সকল কৃষক টাকা পাবেনা। বিশেষ এই নির্দেশিকার বাইরে যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদেরকে এখন টাকা দেওয়া হবেনা। তারা টাকা পাবে এই প্রকল্পে রবি মরশুমের কিস্তির মাধ্যমে। এমনিতেই এই মৌসুমের টাকাটা পূজোর আশেপাশেই উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয়। কিন্তু এবারে খরিপ মরশুমের টাকাটা যেহেতু অনেকটাই দেরিতে এসেছিল, তাই রবি মৌসুমের টাকাও দেরি হবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে নভেম্বর বা ডিসেম্বর মাসেই উপভোক্তাদের ব্যাংকে এই টাকা আসবে বলে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg






