কৃষকদের জন্য সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু, তবে এরা টাকা পাবেনা (Krishak bandhu payment)

Published By: bongosomoyin@gmail.com | Published On:

রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য এলো দুর্দান্ত একটি সুসংবাদ। কৃষকদের একাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা (Krishak bandhu payment)দেওয়া নিয়ে এই নতুন আপডেট দেওয়া হয়েছে। কত তারিখে কৃষকদের একাউন্টে কৃষকবন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা আসবে সেটা জানানো হয়েছে। তবে এই সুসংবাদের পাশাপাশি  অনেক কৃষকদের জন্য আরো গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হয়েছে। এই আপডেটে জানানো হয়েছে যে প্রচুর কৃষকের টাকা দেওয়া বন্ধ হচ্ছে এবারের কিস্তি থেকেই। এই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে আর টাকা দেওয়া হবে না। যা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি দুঃসংবাদ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

 এবার প্রশ্ন হচ্ছে যে এই দুঃসংবাদ কোন কোন উপভোক্তাদের জন্য, অর্থাৎ কোন কোন কৃষকদের এবার আর কৃষকবন্ধুর টাকা দেওয়া হবে না, যাদের টাকা দেওয়া হবে সেই সমস্ত কৃষকরা কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের (Krishak bandhu payment)এবারের কিস্তি টাকা ব্যাংকে পাবে, কোন কৃষকদের টাকা দেওয়া হবে আর কোন কৃষকদের টাকা দেওয়া হবে না, এই নিয়ে বিস্তারিত কি কি আপডেট এসেছে চলুন এ বিষয়ে এবার আমরা এক এক করে জেনে নেই।

 

 কৃষক বন্ধু প্রকল্পের টাকা (Krishak bandhu payment)

 দীর্ঘদিন থেকে সমস্ত কৃষকরা অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের আরো একটি কিস্তির টাকা পেতে। অবশেষে তাদের সেই প্রত্যাশা পূর্ণ হতে চলেছে। কারণ গত অক্টোবর মাসে শেষবার এই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছিল। এরপর ৬ মাস কেটে গেলেও এখনো কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিস্তির টাকা দেওয়া হয়নি। এরই মধ্যে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে এই নতুন তথ্য জারি হল। যেখানে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের কত তারিখে এই কিস্তির টাকা দেওয়া হবে। পাশাপাশি টাকা নিয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট জারি করা হয়েছে।

 

 কত তারিখে পাবেন এবার কৃষক বন্ধুর টাকা?

 কৃষক বন্ধু প্রকল্পের টাকা মূলত দুটি মরসুমে কৃষকদের একাউন্টে ভাগ ভাগ করে দিয়ে থাকে সরকার। ২০২১ সালে যখন এই প্রকল্পের প্রথম সূচনা হয় সেখানেই নির্দিষ্ট করে দেয়া হয় দুটি মরসুমে দুটি আলাদা দিনে টাকা পাবে কৃষকরা। তাই একটি ভাগের টাকা কৃষকদের রবি মরসুমে (Rabi Season)দেওয়া হয়। আর অন্য ভাগের টাকা কৃষকরা পায় খরিপ মরসুমে(Kharip season)। গত অক্টোবর মাসে কৃষকরা যে টাকা পেয়েছিল সেটা ছিল রবি মরশুমে। এবার কৃষকদের ব্যাঙ্কে দেবে খরিব মৌসুমের টাকা। প্রাথমিকভাবে এই খরিপ মরসুমের টাকা জুন মাসে দেওয়া হলেও পরবর্তীতে এই নিয়ম পাল্টানো হয়। এবং এপ্রিল মাসে কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া শুরু হয়। তাই এই মাসের শুরুতেই উপভোক্তাদের টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

 

 কোন কোন কৃষকদের টাকা বন্ধ করলো, টাকা পেতে এদের কি করতে হবে?

 দীর্ঘদিন পর কৃষকদের একাউন্টে এই প্রকল্পের টাকা (Krishak bandhu payment)আসতে চলেছে। এই সুসংবাদের মাঝেও প্রচুর কৃষকের জন্য কিন্তু দুঃসংবাদ এসেছে। এই কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে এইসব কৃষকদের আর টাকা দেওয়া হবে না। তাদের টাকা দেওয়া চলতি কিস্তি থেকেই বন্ধ করেছে সরকার। আর এর মূল কারণ হচ্ছে ডিবিটি সংক্রান্ত সমস্যা। যেখানে প্রয়োজন উপভোক্তার নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট এবং কেওয়াইসি। এগুলো সঠিক না থাকায় উপভোক্তাদের টাকা বন্ধ হয়েছে। টাকা পেতে এই কৃষকদের এই সমস্যার সমাধান করতে হবে, তাহলে এই কৃষকদের ব্যাংকে পুনরায় টাকা দেওয়া শুরু হবে।

 

 কিভাবে করতে হয় কৃষক বন্ধুর কেওয়াইসি (Krishak bandhu KYC)

 যে সমস্ত কৃষকদের এই সমস্যাটি হয়েছে তারা খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবে এবং কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে নিয়মিত টাকা পাবে। আর এই কাজটি করার জন্য এই সমস্ত কৃষকদের যেতে হবে তাদের নিকটস্থ কৃষি অধিকর্তা অফিসে। এক্ষেত্রে যাদের নিজস্ব ব্যাংকের একাউন্ট আগে দেওয়া ছিল না তাদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট(Self Bank Account )যোগ করতে হবে, পাশাপাশি যাদের কেওয়াইসি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে।

 Official Website Link

https://krishakbandhu.net/

Share This