লক্ষীর ভান্ডার প্রকল্পে (Lakhir Bhandar)সকল মহিলার জন্য আবারো প্রকল্পের পক্ষ থেকে এলো বড় সুখবর, আগস্ট মাসের টাকা এই প্রকল্পের উপভোক্তারা এবার তাদের ব্যাংকে পেতে চলেছে, এদিকে আবার সামনেই রয়েছে পুজো, তার আগেই লক্ষীর ভান্ডারে বাড়তি বরাদ্দ, এছাড়াও মহিলাদের জন্য দেওয়া হয়েছে আরো গুরুত্বপূর্ণ দুটি খবর। লক্ষীর ভান্ডার প্রকল্পের এই অগাস্ট মাসে মহিলারা যে টাকা পাবে সেই তালিকায় রয়েছে বড় চমক, তিনটি ক্যাটাগরিতে এবার মহিলারা ২৪০০ টাকা এবং ২০০০ টাকা পর্যন্ত পাবে। অগাস্ট মাসের টাকা কত তারিখে মহিলাদের ব্যাংকে আসবে সেই আপডেটও এখানটায় জানানো হয়েছে, আবার বলা হয়েছে প্রচুর মহিলা এরকম রয়েছে যাদের নাম এবার বাদ যাচ্ছে। লক্ষীর ভান্ডার প্রকল্পের চলতি কিস্তি থেকে এই মহিলারা আর টাকা পাবেনা। বিশেষ দুটি কারণে এই মহিলাদের টাকা দেওয়া বন্ধ করা হলো।
ঠিক কোন কোন মহিলাদের এই অগাস্ট মাস থেকে লক্ষ্মীর ভান্ডাদের টাকা দেওয়া বন্ধ হল, এদের ব্যাংকে কেন এখন থেকে আর টাকা দেওয়া হবে না, এদের টাকা পেতে কি করতে হবে, পুজোর আগে লক্ষীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বিশেষ কি চমক এলো, প্রকল্পের টাকা নিয়ে মহিলাদের জন্য নতুন দুটি কি কি ঘোষণা করা হয়েছে, অগাস্ট মাসের টাকা কত তারিখে মহিলারা এবার তাদের ব্যাংকে পাবে এই তথ্যগুলো এবার জানবো।
মহিলাদের জন্য বিশেষ উপহার(Lakhir Bhandar for women)
লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল মহিলাদের আর্থিক সহায়তা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই অনুসারে ২০২১ সাল থেকে মহিলারা এই প্রকল্পে টাকা পেয়ে আসছে। আগে এই প্রকল্পের মাধ্যমে ১০০০ টাকা এবং ৫০০ টাকা করে দেওয়া হলেও এই প্রকল্পের টাকা একবার বাড়িয়েছিল সরকার। এছাড়াও ধাপে ধাপে এই প্রকল্পের বরাদ্দ বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন তপশিলি জাতি ও উপজাতি মহিলারা ১২০০ টাকা করে পাচ্ছে। আর অন্যান্য মহিলাদের ১০০০ টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হচ্ছে।
পুজোর আগে কি চমক থাকছে মহিলাদের জন্য?(Lakhir Bhandar )
লক্ষীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে প্রায় দুই কোটি ২০ লক্ষ মহিলা সুবিধা পাচ্ছে। এছাড়াও আরো প্রচুর মহিলা অপেক্ষা করে রয়েছে এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য। তাদের জন্য বিশেষ উপহার। আবারো রাজ্যে শুরু হয়েছে এই প্রকল্পে নতুন আবেদন। রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধান নামে বিশেষ অভিযান শুরু করেছে। এক্ষেত্রে প্রকল্পে নতুন উপভোক্তাদের নাম তোলা হবে। পুজোর আগে এই মহিলাদের প্রকল্পে নাম নথিভুক্ত হবে বলে জানা যাচ্ছে।
কোন মহিলারা এবার টাকা পাবে না? (Lakhir Bhandar payment stop)
লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার নতুন তালিকা অনুযায়ী জানা যাচ্ছে যে প্রচুর মহিলা এরকম রয়েছে যাদের দুটি সমস্যা বিশেষ করে দেখা যাচ্ছে। এদেরকে চলতি কিস্তি থেকে টাকা দেবেনা। এক্ষেত্রে কেওয়াইসি সংক্রান্ত এবং ব্যাংকিং সংক্রান্ত সমস্যা রয়েছে। অনেক মহিলারই এই কারণে টাকা আটকে গেছে। তাই এই কিস্তি থেকে এদের টাকা বন্ধ। এই মহিলাদের টাকা পেতে আগে এই সমস্যার সমাধান করতে হবে।
আগস্ট মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে?(Lakhir Bhandar August month Payment)
ইতিমধ্যে অগাস্ট মাস শুরু হয়েছে, লক্ষীর ভান্ডার প্রকল্পের মহিলারা অপেক্ষা করে রয়েছে এই মাসের টাকা তাদের ব্যাংকে আসার। এই টাকা দেওয়ার ব্যাপারেই নতুন যে তথ্য জানা যাচ্ছে সেখানে বলা হয়েছে যে এবারের কিস্তির টাকা আগামীকালকেই উপভোক্তাদের ব্যাংকে প্রসেস করা হবে। তারপর দু থেকে তিন দিনের মধ্যে উপভোক্তাদের ব্যাংকে টাকা আসবে। তবে জানানো হয়েছে কিছু কিছু ক্ষেত্রে অনেক মহিলার টাকা পেতে ১০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সবমিলিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পে নতুন ঘোষণায় অনেক খুশি প্রকল্পের মহিলারা।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg