Lakhir bhandar: পুজোর আগে লক্ষীর ভান্ডারে বড় উপহার, দেবে পুজোর বোনাস, কত টাকা পাবে মহিলারা, জানুন বিস্তারিত?

Published By: bongosomoyin@gmail.com | Published On:

লক্ষীর ভান্ডার (Lakhir bhandar)প্রকল্পের মহিলাদের জন্য এবারের কিস্তির টাকা নিয়ে এসেছে দুর্দান্ত সুসংবাদ। পূজোর আগে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারো টাকা ঢুকবে। আর এই টাকা দেওয়ার তালিকাতেই নতুন চমক এসেছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে যে পুজোর আগে মহিলাদেরকে বোনাস টাকা দেওয়া হবে। এক্ষেত্রে মহিলাদের একাউন্টে দেওয়া হবে ডবল টাকা। অর্থাৎ যে সকল মহিলারা এক হাজার টাকা করে পাচ্ছে তাদের ব্যাংকে এই কিস্তিতে আসবে ২০০০ টাকা। পাশাপাশি যে সমস্ত মহিলারা বারোশো টাকা করে পাচ্ছে তাদের ব্যাংকে এবারের কিস্তিতে দেবে ২৪০০ টাকা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

 

ঠিক কি কি আপডেট এসেছে এবারের টাকা দেওয়ার ব্যাপারে, কাদের কাদের ২৪০০ টাকা দেওয়া হবে, কাদের কাদের ২০০০ টাকা করে দেওয়া হবে, পূজোর আগে মহিলাদের জন্য লক্ষীর ভান্ডারের টাকা নিয়ে কি কি নতুন ঘোষণা হয়েছে, বাড়তি টাকা কিভাবে পাওয়া যাবে, কাদের কাদের কত টাকা দেবে? চলুন এই বিষয়ে জেনে নিন।

 

লক্ষীর ভাণ্ডারের সুসংবাদ(Lakhir bhandar update)

রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্প। যার মাধ্যমে মহিলারা প্রত্যেক মাসে তাদের ব্যাংকে সরকার থেকে টাকা পাচ্ছে। এক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি বর্গের মহিলারা বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে পাচ্ছে। পাশাপাশি সাধারণ ও ওবিসি মহিলাদেরকে দেওয়া হচ্ছে ১ হাজার টাকা করে। পূজোর আগে এই টাকা দেওয়ার ব্যাপারেই নতুন আপডেট এসেছে মহিলাদের জন্য।

 

বাড়তি টাকার কি ঘোষণা?(Lakhir bhandar durga puja bonus)

নতুন আপডেট অনুযায়ী খবর যে এবারে পূজোর আগে মহিলাদের ডবল টাকা দেওয়া হতে পারে। আর তোতাই তপশিলি জাতি ও উপজাতির মহিলারা বারোশো টাকার সাথে আরও বারোশো টাকা মিলিয়ে ২৪০০ টাকা পাবে। অন্যদিকে সাধারণ ওবিসি মহিলারা তাদের আগের ১০০০ টাকার সাথে বোনাস আরো ১০০০ টাকা মিলিয়ে ২০০০ টাকা করে পাবে। তবে এই সবটাই এখনো জানা যাচ্ছে বিভিন্ন মিডিয়ার সূত্রে। সরকারিভাবে এই বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা হয়নি। তবে এক সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পুজোর আগে মহিলাদের জন্য সুসংবাদ আসছে। আর এর থেকেই জল্পনা আরো বেড়েছে। তবে বলা যায় পুজোর আগে মহিলাদের ব্যাংকে আবারো প্রকল্পের আরো একটি কিস্তির টাকা উপভোক্তারা পেতে চলেছে, যা মহিলাদের পুজোর আনন্দ অনেকটাই বাড়িয়ে দেবে।

 

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This