লক্ষীর ভান্ডার প্রকল্পের(Lakhir Bhandar payment) মহিলাদের জন্য এবার দুর্দান্ত আপডেট এল এই প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে। চলতি মাসে মহিলাদের ব্যাংকে ঢুকবে দুবার টাকা। সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর এই পূজোর আনন্দ ডবল করে মহিলাদের জন্য এলো দুর্দান্ত সুখবর। এক্ষেত্রে জানা যাচ্ছে যে মহিলারা যেরকম এই প্রকল্পের মাধ্যমে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে পায়, সেই টাকাটাতো পাবেই, পাশাপাশি এদের ব্যাংকে আরও এক হাজার টাকা এবং ১২০০ টাকা করে আসবে। সব মিলিয়ে মহিলাদের ব্যাংকে এবার ২০০০ টাকা এবং ২৪০০ টাকা করে দেওয়া হবে।
তো পূজোর আগে লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি আপডেট এসেছে, কোন শর্তে কোন হিসেবে মহিলারা এবার দুবার টাকা পাবে অর্থাৎ কেন মহিলাদের এই মাসে ডাবল টাকা দেওয়া হবে, কাদের কাদের ২০০০ টাকা করে আসবে কাদের ব্যাংকে ২৪০০ টাকা করে আসবে, সর্বোপরি কবে কোন টাকা দেওয়া হবে চলুন এই তথ্যগুলো এবার জেনে নেওয়া যাক।
মহিলাদের উপহার(Lakhir Bhandar)
রাজ্যে যতগুলো প্রকল্প চালু রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে এই লক্ষীর ভান্ডার প্রকল্প। জনপ্রিয়তার নিরিখে সবার উপরে বর্তমানে রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পটি। বাংলার গৃহবধূদের একাউন্টে প্রত্যেক মাসে মাসে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে দেওয়া হচ্ছে। এতে যারা যারা সাধারণ বর্গের উপভোক্তা তাদের ১০০০ টাকা করে আসছে পাশাপাশি যারা পিছিয়ে পড়া তপশিলি জাতি ও উপজাতি বর্গের মহিলারা রয়েছে তাদের ব্যাংকে বারোশো টাকা করে আসছে। তবে জানা যাচ্ছে যে এই মাসে এই টাকাটা দুবার দেওয়া হবে।
দুবার কেন টাকা দেয়া হচ্ছে?(Lakhir Bhandar double payment)
লক্ষীর ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে একবার করে উপভোক্তাদের ব্যাংকে টাকা আসে। কিন্তু সামনেই রয়েছে পুজো। তার আগে সাধারণ মানুষের হাতে উপহারস্বরূপ এই টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের চলতি মাসের টাকা দেওয়া শুরু হয়েছে। কিছু কিছু জেলার মহিলাদের টাকা ঢুকতে শুরু করেছে। কিন্তু এই মাসের শেষেই রয়েছে পুজো। তার আগে মহিলাদের একাউন্টে আরো একবার টাকা দেওয়া হবে বলে খবর।
কবে দেবে টাকা(Lakhir Bhandar payment date)
প্রায় প্রত্যেক বছরই দেখা যায় যে লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পুজোর মাসের যে টাকাটা আসে সেটা কিছুটা অগ্রিম হিসেবেই উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয়। চলতি মাসেও এরকমই কিছু পরিকল্পনা করছে সরকার। তাই পূজোর আগে এই ডবল টাকা উপভোক্তাদের ব্যাংকে আসলে তা প্রকল্পের মহিলাদের জন্য বোনাসের থেকে কোন অংশে কম হবে না বলেই মনে করছে বিশ্লেষকরা। যদিও এই বিষয়ে সরকারি ভাবে এখানো ঘোষণা করা হয়নি, তবে জানা যাচ্ছে যে পুজোর এক থেকে দুদিন আগে এই টাকা আবারও আসতে পারে।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg







