Lakhir Bhandar: পুজোর মাসে আবারো টাকা,লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় উপহার, কবে জানুন

Published By: bongosomoyin@gmail.com | Published On:

পুজো উপলক্ষে এবার দুর্দান্ত সুসংবাদ এলো লক্ষ্মীর ভান্ডার (Lakhir Bhandar)প্রকল্পের উপভোক্তাদের জন্য। এই প্রকল্পে নথিভুক্ত সকল উপভোক্তাকেই আবারো টাকা দেবে সরকার। পুজো উপলক্ষে মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ। ব্যাংকে আসবে দুবার টাকা। মহিলাদের একাউন্টে এবার বোনাসের মতই দেওয়া হবে আর্থিক সহায়তা। তবে টাকা পেতে মিলতে হবে এই নির্দেশিকা। তাহলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা এই টাকা পাবে। এমনিতে প্রত্যেক মাসে মাসে একবার করে টাকা দেওয়া হলেও, পুজোর আগে মহিলাদের জন্য বিশেষ চমক থাকছে। উপভোক্তদের জন্য বরাদ্দ বাড়তি সুবিধা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

তো বাড়তি টাকা নিয়ে আর কি কি আপডেট এসেছে, লক্ষীর ভান্ডার প্রকল্পে এবার মহিলাদের জন্য কি উপহার থাকছে, পুজোর মাসে বিশেষ কি উদ্যোগ নেয়া হয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য, এই প্রকল্পের মাধ্যমে আবারও টাকা দেওয়ার বিষয়ে কি জানানো হয়েছে, কবে থেকে এই টাকা মহিলাদের ব্যাংকে আসবে, টাকা পেতে বিশেষ কি নির্দেশিকার কথা বলা হয়েছে কারা কারা টাকা পাবে কারা টাকা পাবে না এই সমস্ত তথ্যগুলো এবার আমরা জানবো।

 

মহিলাদের বড় উপহার(Lakhir Bhandar scheme)

বাংলার গৃহবধূদের মন পেতে রাজ্য সরকার এক বিশেষ উদ্যোগ নিয়েছিল। এর থেকেই চালু করা হয়েছিল লক্ষীর ভান্ডার প্রকল্পটি। এই প্রকল্পে মাসে মাসে উপভোক্তাদের ব্যাংকে টাকা দেয় সরকার। মহিলারাও প্রত্যেক মাসে মাসে অপেক্ষায় বসে থাকে কবে এই প্রকল্পের টাকা তাদের ব্যাংকে আসবে। কারণ প্রতি মাসে তাদের হাত খরচ বাবদ ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়। এই টাকা পেয়ে মহিলারা ভীষণ খুশি। তবে এবার এদের খুশি ডবল করে টাকা দেওয়ার বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। যেখানে জানা যাচ্ছে যে পূজোর মাসে বাড়তি সুবিধা তারা পেতে চলেছে।

 

মহিলাদের বাড়তি কি সুবিধা দেওয়া হবে?(Lakhir Bhandar extra Benefit)

বিভিন্ন মিডিয়ার সূত্র মারফত জানা যাচ্ছে যে এবার লক্ষীর ভান্ডার প্রকল্পের মহিলাদেরকে বিশেষ উপহার দেওয়া হবে। বাড়তি সুবিধা এই মাসে পাবে এই প্রকল্পের উপভোক্তারা। চলতি মাসের টাকা ইতিমধ্যে মহিলাদের ব্যাংকে একবার দেওয়া হয়েছে। নতুন আপডেটে জানা যাচ্ছে মহিলারা আবারও এই মাসে টাকা পাবে। অর্থাৎ একই মাসে দুবার টাকা পাবে এরা। এক্ষেত্রে ইতিমধ্যে যারা ১০০০ টাকা করে পেয়েছে, তারা আরো ১০০০ টাকা পাবে, পাশাপাশি যারা বারোশো টাকা করে পেয়েছে তারা আরো ১২০০ টাকা করে পাবে।অনেকেই এই টাকাটিকে পুজোর বোনাস হিসেবেই দেখছে।

 

পুজোর বোনাস কবে ব্যাংকে আসবে?(Lakhir Bhandar payment on puja)

এখন বড় প্রশ্ন হচ্ছে যে লক্ষীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সত্যিই কি বোনাস ঘোষণা করেছে সরকার। সূত্র মারফত জানা যাচ্ছে যে এই টাকাটি বোনাস হিসেবে দেওয়া হচ্ছেনা। পরের মাসে টাকাটি অগ্রিম দেওয়া হতে পারে। পুজোর ঠিক আগেই মহিলাদের ব্যাংকে এই টাকা ঢুকতে পারে। এর আগেও সরকার পুজোর মাসে তার পরের মাসের টাকা অগ্রিম দিয়েছে। অর্থাৎ একই মাসে দুবার টাকা আগেও মহিলারা পেয়েছে। তাই বোনাস না হলেও পুজোর আগে আবারো টাকা পেলে তা মহিলাদের কাছে পুজোর বোনাসের মতোই বলে মত অনেকের।

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This