লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা (Lakhir bhandar Payment increase)নিয়ে মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি আপডেট পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই প্রকল্পের চলতি কিস্তির টাকা এই মহিলাদের জন্য প্রসেস করা হয়েছে। অনেক মহিলা তাদের একাউন্টে এই টাকা পেতে শুরু করেছে, যদিও প্রচুর উপভোক্তা এখনো এই মাসের টাকা পায়নি। মহিলাদের জন্য অতিরিক্ত ২৪০০ টাকা এবং ৬০০০ টাকা বরাদ্দ হয়েছে। এদিকে আরো গুরুত্বপূর্ণ একটি আপডেটে জানানো হয়েছে যে প্রচুর মহিলার টাকা বন্ধ করা হয়েছে। যে সমস্ত মহিলাদের একাউন্ট এই ব্যাংকে রয়েছে তাদেরকে আর এই প্রকল্পের টাকা দেওয়া হবে না।
তো লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে নতুন কি কি আপডেট জানানো হয়েছে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে লক্ষীর ভান্ডার প্রকল্পের আর টাকা পাওয়া যাবে না, ২৪০০ টাকা এবং ৬০০০ টাকা করে বাড়তি(Lakhir bhandar Payment increase)বরাদ্দের ব্যাপারে কি কি বলা হয়েছে, কোন কোন মহিলাদের ব্যাংকে টাকা দেওয়া শুরু হয়েছে। যারা যারা এখনো চলতি কিস্তির টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে এবারের এই প্রকল্পের টাকা কবে আসবে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার দেখে নেওয়া যাক।
কোন ব্যাংকে লক্ষীর ভাণ্ডারের টাকা বন্ধ হল?(Lakhir bhandar Payment stop)
লক্ষীর ভান্ডার প্রকল্প যখন প্রথম চালু হয় তখন অনেক মহিলার কাছে সেরকম ভালো মানের ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না। ফলে যার কাছে যেরকম অ্যাকাউন্ট ছিল তারা সেই অ্যাকাউন্টই জমা করেছিল। এতদিন পর্যন্ত এই ব্যাংকের একাউন্টে টাকা পাওয়া ও যাচ্ছিল। কিন্তু বিগত দিনে রিজার্ভ ব্যাংক নতুন নির্দেশিকা দিয়ে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এর লাইসেন্স বাতিল করেছে। এরমধ্যে অনেক উপভোক্তা অ্যাকাউন্ট খুলে এতদিন প্রকল্পের সুবিধা পাচ্ছিল। কিন্তু এখন থেকে এই ব্যাংকে আর টাকা পাওয়া যাবে না।
যারা টাকা পাচ্ছেনা তাঁদের টাকা পেতে কি করতে হবে?(Lakhir bhandar Payment increase)
লক্ষীর ভান্ডার প্রকল্পের এই উপভোক্তাদের জন্য বিশেষ আপডেট এসেছে। যেখানে জানানো হয়েছে যে এই মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট বন্ধ হয়নি। তাদের ব্যাংকিং সংক্রান্ত সমস্যার জন্যই এই টাকা আসছেনা। উপভোক্তারা খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবে। এর জন্য তাদের অন্য কোন একটি ব্যাংকের একাউন্ট লক্ষীর ভান্ডার প্রকল্পে যুক্ত করতে হবে। এটি করার জন্য তাদের সেই ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে নিকটস্থ বিডিও অফিস কিংবা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে সমস্যার বিষয়ে কথা বলতে হবে এবং একাউন্ট জমা করতে হবে। তাহলে তারা পুনরায় টাকা পাবে।
অতিরিক্ত ২৪০০ টাকা এবং ৬০০০ টাকা বরাদ্দ (Lakhir bhandar Payment increase by Rs2400,6000 Yearly)
লক্ষীর ভান্ডার প্রকল্পের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের টাকা ৫০০ টাকা এবং ২০০ টাকা করে বাড়ানো হয়। তাই যেখানে আগে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ উপভোক্তারা প্রতিমাসে ৫০০ টাকা করে ভাতা পেতো, তাদের টাকা আরো ৫০০ টাকা বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। অন্যদিকে যারা যারা তপশিলি জাতি ও উপজাতি মহিলা রয়েছে তাদের টাকা ২০০ টাকা বাড়ানো হয় ফলে তারা বর্তমানে বারোশো টাকা করে পাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের বাৎসরিক ২৪০০ টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে এরকম সাধারণ উপভোক্তাদের অতিরিক্ত ৬০০০ টাকা করেই বরাদ্দ হয়েছে। যে টাকা ইতিমধ্যেই উপভোক্তারা তাদের ব্যাংকে পেয়েছে। আর চলতি কিস্তির টাকা যারা এখনো পায়নি তাদের একাউন্টে আগামী এই কয়েকদিনে টাকা দিয়ে দেওয়া হবে।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg