Payment for Farmers: জুলাই মাসে কৃষকদের জন্য জোড়া সুখবর, পিএম কিষান ও কৃষকবন্ধু কোন প্রকল্পে কবে টাকা

Published By: bongosomoyin@gmail.com | Published On:

সমস্ত কৃষকদের জন্য অবশেষে এলো দুর্দান্ত সুখবর(Payment for Farmers)। কারণ এই জুলাই মাসে সকল কৃষকদের জন্য রয়েছে জোড়া সুসংবাদ। একটি হচ্ছে পিএম কিষাণ সম্মাননিধী প্রকল্পের টাকা নিয়ে আর অপর খবরটি রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে। এদের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা টাকা পেয়েছিল গত অক্টোবর মাসে, তারপর থেকে দীর্ঘদিন হয়ে গেলেও আর কোনো কিস্তির টাকা তাদের একাউন্টে আর আসেনি। এদিকে পিএম কিষাণ সম্মাননিধী প্রকল্পের শেষবার কৃষকরা টাকা পেয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। অবশেষে এই দুটো প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে দুর্দান্ত সুখবর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

তো কৃষকদের জন্য এই দুটি প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি আপডেট এসেছে, কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা রয়েছে তারা কবে টাকা পাবে, আর পিএম কিষান প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টেই বা টাকা কবে দেবে, এই টাকা দেওয়ার ব্যাপারে সরকারি কি কি নির্দেশিকা এসেছে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার জেনে নেওয়া যাক।

 

কৃষকদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের উপহার(Payment for Farmers from central and state government)

কৃষকদের আর্থিক উন্নতির জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই বিশেষ দুটি প্রকল্প চালু করেছে। এক্ষেত্রে কৃষকদের জন্য কেন্দ্র সরকারের উপহার হচ্ছে পিএম কিষান সম্মাননিধী যোজনা, অপরদিকে রাজ্য সরকারের উপহার হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এ দুটি প্রকল্পের মাধ্যমেই উপভোক্তাদের আলাদা আলাদা কিস্তিতে আলাদা আলাদা সময়ে টাকা দেয় সরকার। প্রকল্পে বাৎসরিক ৬০০০ টাকা করে আসে, অপরদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে ৪০০০ টাকা ও ১০০০০ টাকা পর্যন্ত আসে। তবে জুলাই মাসে একসাথে দুটো টাকা পাবে কৃষকরা

 

পিএম কিষান সম্মানীধী যোজনার টাকা কবে দেবে?(PM kisan Payment Date)

প্রধানমন্ত্রী কিষান সম্মাননীধী যোজনার মাধ্যমে এবার কৃষকরা পেতে চলেছে ২০তম কিস্তির টাকা। এর আগে ১৯ টি কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকে পেয়ে গেছে। এবার আরো একটি কিস্তির টাকা তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে। যেখানে জানানো হয়েছে যে আগামী ১৮ জুলাই কৃষকরা এই প্রকল্পে আবার টাকা পাবে। ঐদিন বিহার সফরে যাবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মহাশয়। এখানে মোতিহাঁড়িতে একটি জনসভা করবেন তিনি। এই জনসভা থেকেই প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মাননিধী প্রকল্পের ২০তম কিস্তির টাকা কৃষকদের দেবে বলে জানা যাচ্ছে।

 

কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে?(Krishak bandhu Payment date)

কৃষকরা সরকার থেকে একটি সহায়তা পেতে না পেতেই আরো একটি প্রকল্পের সহায়তা ব্যাংকে আসবে। অর্থাৎ প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মাননিধী যোজনার টাকা পাওয়ার পরেই কৃষকবন্ধু প্রকল্পের টাকাও তাদের ব্যাংকে আসবে। এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে সামনেই রয়েছে একুশে জুলাই এর সভা। এখানেই কৃষকদের জন্য এবার বড় চমক দিতে পারে সরকার। অর্থাৎ পিএম কিষাণ সম্মাননিধী প্রকল্পের টাকা পাওয়ার আশেপাশেই কৃষক বন্ধু প্রকল্পের টাকাও তারা পাবে। তাই এই জোড়া (Payment for Farmers) সুসংবাদে নিঃসন্দেহে অনেকটাই খুশি হবে সকল উপভোক্তারা।

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

 

Share This