রাজ্যসহ সারা দেশের কৃষকদের জন্য এলো বড় সুখবর। দেশের ৯.৮৮ কটি কৃষক প্রধানমন্ত্রী কৃষন সম্মাননীতি যোজনার ২০তম কিস্তির টাকা(PM Kisan 20th installment date) তাদের ব্যাংকে এবার পাবে। কত তারিখে এই টাকা তাদের একাউন্টে আসবে এই বিষয়ে নতুন আপডেট এসেছে। তাই সমস্ত অপেক্ষার অবসান হতে চলেছে কৃষকদের। আগে ১৯ তম কিস্তিতে উপভোক্ততারা ৩.৬৮ লালক্ষ কোটি টাকা তাদের ব্যাংকে পেয়েছিল। জানা যাচ্ছে এবারের ২০তম কিস্তিতে আরো বেশি টাকা পাবে এই গ্রাহকরা। কারণ এই প্রকল্পে টাকার বরাদ্দ আগে থেকে আরো বাড়ানো হয়েছে।
কিন্তু পাশাপাশি প্রচুর কৃষকের জন্য দুঃসংবাদ রয়েছে এবারের কিস্তির টাকা নিয়ে। জানানো হয়েছে এবারের কিস্তিতে এই সমস্ত কৃষকরা পিএম কিষান প্রকল্পের টাকা পাবে না। কোন কোন কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হলো এই কিস্তিতে, কেন এরা টাকা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে, ২০তম কিস্তির টাকা, উপভোক্তারা কত তারিখে তাদের ব্যাংকে পাবে, কোন কৃষকদের এবার কত টাকা করে দেওয়া হবে, সর্বোপরি টাকা দেওয়ার বিষয়ে আর কি কি জানানো হয়েছে চলুন সমস্ত তথ্য গুলো এবার জেনে নেই।
কৃষকদের জন্য কেন্দ্রের উপহার(PM Kisan for farmer)
২০১৯ সালে কেন্দ্র সরকার রাজ্যসহ সারা দেশের কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার উদ্দেশ্যে চালু করেছিল পিএম কিষান প্রকল্পটি। একে একে উনিশটি কিস্তির টাকা এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা পেয়েছে। আর এবার অনেক অপেক্ষার পর কুড়ি তম কিস্তির টাকা আবার আসতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা ৬০০০ টাকা করে বার্ষিক পায়। যা তিনটি আলাদা আলাদা ভাগে কৃষকদের ব্যাঙ্কে দেয় কেন্দ্র সরকার। তবে এবার প্রচুর কৃষকের নাম বাদ গেলো।
কাদের টাকা দেওয়া বন্ধ হল?(PM Kisan 20th instalment stop)
পিএম কিষান সম্মাননীধী যোজনার পক্ষ থেকে এই প্রকল্পের গ্রাহকদের জন্য আগেই বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল। বেশ কয়েকটি নিয়মই প্রকল্পের রয়েছে যা সমস্ত উপভোক্তাদের মেনে চলতে হয়। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কেওয়াইসি আপডেট রাখা। খুব সহজেই কেওয়াইসি করা গেলেও প্রচুর কৃষক এখনো কেওয়াইসি আপডেট করিনি। এদের ব্যাংকেই চলতি কিস্তি থেকে টাকা বন্ধ হল। নিকটস্থ কোনো সিএসসি সেন্টারে গিয়ে এই কেওয়াইসি করা যায় এটি করলেই কৃষকরা পুনরায় টাকা পাবে।
২০তম কিস্তির টাকা কবে পাবেন?(PM Kisan 20th installment date)
কৃষকদের মুখে হাসি ফুটিয়ে অবশেষে জানানো হয়েছে চলতি কিস্তির টাকা দেওয়ার তারিখ। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে আগামী ১৮ জুলাই বিহারে একটি সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখান থেকেই এই ২০তম কিস্তিতে টাকাটা উপভোক্তাদের ব্যাংকে ছাড়া হবে। যাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তারা ঐদিন থেকেই টাকা পেতে শুরু করবে। তাই নতুন এই ঘোষণা গুলোতে অনেকটাই খুশি হবে সমস্ত কৃষকরা।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg