দেশের সমস্ত কৃষকদের জন্য সুসংবাদ,পিএম কিষান সম্মাননীধী প্রকল্পের ২০তম কিস্তির টাকার ঘোষণা (PM Kisan 20th installment date)

Published By: bongosomoyin@gmail.com | Published On:

কৃষকদের জন্য কেন্দ্র সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে পিএম কিষান সম্মাননিধী যোজনা(PM Kisan 20th installment date)। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দেশের সমস্ত কৃষকদের একাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেয়। এবার এই প্রকল্পের আরো একটি কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে দুর্দান্ত আপডেট। নতুন এই আপডেটে জানানো হয়েছে যে পিএম কিষান সম্মাননীধী যোজনার এবারের যে ২০ তম কিস্তির টাকা কৃষকরা পাবে, সেটা কত তারিখে তাদের ব্যাংকে আসবে। পাশাপাশি এই টাকা নিয়ে কৃষকদের জন্য আরো বেশ কিছু নতুন ও গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। কোন কোন কৃষকরা টাকা পাবে, কাদের টাকা দেবেনা এই বিষয়ে সমস্ত আপডেট বিস্তারিত জানানো হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

এবারে ঠিক কত তারিখে কৃষকরা পিএম কিষান সম্মাননীধী প্রকল্পের টাকা পাবে, টাকা দেওয়ার তালিকায় নতুন কি কি আপডেট জানানো হয়েছে, কোন কোন কৃষকদের টাকা দেবে, কোন কোন কৃষকরা এই কুড়িতম কিস্তিতে এই প্রকল্পে টাকা পাবে না, টাকা পেতে হলে কৃষকদের ঠিক কি কি করতে হবে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার এক এক করে বিস্তারিত দেখে নেওয়া যাক।

 

পিএম কিষান প্রকল্পের ২০ তম কিস্তির টাকা(PM Kisan 20th installment date details Update)

প্রধানমন্ত্রী কিষান সম্মাননীধী যোজনার অধীনে ৯.৫ কোটিরও বেশি কৃষক এই মুহূর্তে সুবিধা পাচ্ছে। কৃষকদের জন্য নতুন আর্থিক বছরে আরো কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। কেন্দ্র সরকারের কৃষি কল্যাণ দপ্তর শিশুদের একাউন্টে এই টাকা এবার ট্রান্সফার করবে। এর আগে উনিশটি কিস্তির টাকা কৃষকরা তাদের একাউন্টে পেয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে চলতি কিস্তিতে তাই কৃষকরা পাবে ২০তম কিস্তির টাকা। আর কৃষকদের একাউন্টে এই কিস্তির টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যেই শুরু হয়েছে।

 

কবে পাবেন টাকা?(PM Kisan 20th installment date)

পিএম কিষান সম্মাননীধী প্রকল্পে এবারে যে টাকাটা কৃষকরা পাবে সেটা ২০২৫ সালের প্রথম কিস্তির টাকা। এই প্রকল্পে প্রতিবছর তিনটি কিস্তিতে কৃষকদের টাকা দেওয়া হয়। প্রত্যেক চার মাসের মধ্যে একটি কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকে আসে। এক্ষেত্রে এপ্রিল থেকে জুলাই মাসের একটি মরশুম, আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত দ্বিতীয় মরশুম, এবং ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আরো একটি মরশুম। এই হিসেবেই এক একটি কিস্তিতে উপভোক্তারা ২ হাজার টাকা করে পায়। এবং বাৎসরিক এদের একাউন্টে ছয় হাজার টাকা করে দেওয়া হয়। শেষ হতে চলেছে এপ্রিল মাস। আগামী মাসেই কৃষকদের ব্যাংকে এই টাকা দেওয়া হতে পারে বলে বিভিন্ন সুত্র জানা যাচ্ছে।

 

কোন কৃষকরা টাকা পাবে না?(PM Kisan 20th installment stop for these Farmer)

পিএম কিষান প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে যে নতুন আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে এই কিস্তিতে অনেক কৃষকের টাকা বন্ধ হয়েছে। এটি মূলত কৃষকদের ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে টাকা আটকে গেছে। যদিও সরকারের পক্ষ থেকে তাঁদের টাকা বন্ধ করা হয়নি, তথাপি টাকা আটকে যাওয়ায় এই কৃষকরা চলতি কিস্তিতে টাকা পাবে না। টাকা পেতে হলে এই সমস্ত কৃষকদের আগে তাদের ব্যাংকিং সংক্রান্ত এই সমস্যার সমাধান করতে হবে। তাহলেই ২০তম কিস্তির টাকা (PM Kisan 20th installment date)কৃষকরা তাঁদের ব্যাংকে পাবে।

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

 

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This