PM Kisan: পিএম কিষাণ প্রকল্পে সমস্ত অপেক্ষার অবসান, অবশেষে ২০তম কিস্তির টাকা এলো ব্যাংকে

Published By: bongosomoyin@gmail.com | Published On:

প্রধানমন্ত্রী কিষান(PM Kisan) সম্মাননীধী যোজনার উপভোক্তাদের জন্য অবশেষে এলো সেই সুবর্ণ সময়। কারণ এই যোজনার ২০তম কিস্তির টাকা উপভোক্তাদের আজ দেওয়া হল।আজ বারাণসীর বনৌলি গ্রামে একটি জনসভা থেকে কৃষকদের এই টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। এক্ষেত্রে কৃষকদের ব্যাংকে ২০০০ টাকা এবং ৪০০০ টাকা করে এসেছে। অনেক কৃষক ২০০০ টাকার বদলে ৪০০০ টাকা সরাসরি তাদের ব্যাংকে পেয়েছে। কিন্তু সকল কৃষক ৪০০০ টাকা করে এই কিস্তিতে পায়নি। যারা যারা এই বিশেষ শর্তে ছিল সেই সমস্ত কৃষকদের ৪০০০ টাকা করে দেওয়া হয়েছে। যদিও অনেক কৃষক এখনো টাকা পায়নি। তারা কবে টাকা পাবে সেই আপডেট এখানে জানানো হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

তো প্রধানমন্ত্রী কিষান সম্মাননীধী প্রকল্পের টাকা নিয়ে ঠিক কি কি আপডেট এসেছে, কোন কোন কৃষকদের ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে, কারা কারা এখনো টাকা পায়নি, যারা টাকা পায়নি সেই সমস্ত কৃষকদের ব্যাংকে কবে এবারের কিস্তির টাকাটা আসবে, কাদের কাদের ২০০০ টাকা করে দেওয়া হচ্ছে, আর কাদের কাদের ৪০০০ টাকা করে দেওয়া হচ্ছে এ বিষয়ে কি কি বলা হয়েছে, ৪০০০ টাকা করে পেতে গ্রাহকদের বিশেষ কি শর্ত মানতে হবে, সমস্ত তথ্য এবার আমরা জানবো।

পিএম কিষণ প্রকল্পে কৃষকদের জন্য উপহার?(PM Kisan yojona)

কেন্দ্র সরকার ২০১৯ সালে কৃষকদের জন্য এই পিএম কিষান সম্মাননীধী যোজনা চালু করেছিল। কৃষকদের আর্থিক সহায়তা করাই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য। সেই অনুসারে কৃষকদের ব্যাংকে কিস্তিতে কিস্তিতে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। এক্ষেত্রে প্রতি বছরে ৬০০০ টাকা করে কৃষকরা তাদের ব্যাংকে পায়। এক একটি কিস্তিতে কৃষকদের ২০০০ টাকা করে দেয় সরকার। আগে ১৯ টি কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল আর আজ মিলিয়ে কৃষকদের ২০টি কিস্তির টাকা দেওয়া হলো।

 

কোন কৃষকরা টাকা পেয়েছে, বাকিদের টাকা কবে দেবে?(PM Kisan payment)

আজ বারাণসীর বানৌলি গ্রামে একটি জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। সেখান থেকে ৯.৭ কোটি কৃষককে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি টাকা পাঠিয়েছেন তিনি। ইতিমধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ কৃষকের ব্যাংকে টাকা চলে এসেছে। তবে এখনো ৩০ থেকে ৪০ শতাংশ উপভোক্তা টাকা পায়নি। এদের মধ্যে বেশিরভাগ কৃষকের টাকা আগামী দু’দিনের মধ্যেই পৌঁছে যাবে।

 

৪০০০ টাকা কোন কৃষকরা পাচ্ছে(PM Kisan payment of Rs. 4000)

পিএম কিষান প্রকল্পের মাধ্যমে কৃষকদের সাধারণত ২ হাজার টাকা করে দেওয়া হলেও প্রচুর কৃষক এবার চার হাজার টাকা করে পেয়েছে। এক্ষেত্রে জানা যাচ্ছে যে অনেক কৃষকের অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল, ফলে ১৯তম কিস্তির টাকা আটকে যায়, আর এবার এই সমস্যার সমাধান হওয়ায় একসাথে এরা চার হাজার টাকা করে পেয়েছে। সর্বোপরি দীর্ঘদিন বাদে এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকরা অনেকটাই খুশি।

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This