Pm Kisan: পিএম কিষান প্রকল্পে পুজোর মাসে বড় উপহার, আবারো দেবে ২ হাজার টাকা করে

Published By: bongosomoyin@gmail.com | Published On:

পূজোর আগেই রাজ্যের কৃষকদের জন্য আবারো এলো বড় খুশির সংবাদ। আর নতুন এই আপডেট এসেছে পিএম কিষান(Pm Kisan)সম্মাননিধী প্রকল্পের টাকা নিয়ে। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষান যোজনার মাধ্যমে কৃষকদের কিস্তিতে কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা নিয়েই কৃষকদের জন্য নতুন আপডেট এসেছে, কৃষকদের ব্যাঙ্কে আরো একটি কিস্তির টাকা এবার দেওয়া হবে। একে একে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা ২০টি কিস্তির টাকা তাদের ব্যাংকে পেয়ে গেছে। এরপর কৃষকদের ব্যাঙ্কে দেওয়া হবে প্রকল্পের ২১তম কিস্তির টাকা। সামনেই রয়েছে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। তার আগে কৃষকদের ব্যাংকে আবারো টাকা দেওয়ার ব্যাপারে নতুন ঘোষণা হলো।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

টাকা দেওয়া নিয়ে ঠিক কি কি জানানো হয়েছে, কবে কৃষকদের ব্যাংকে পিএম কিষান সম্মাননিধী যোজনায় আবারো টাকা দেওয়া হবে, কাদের ব্যাংকে কত টাকা করে এবার আসবে, কোন কোন কৃষকরা এই কিস্তিতে আবারো টাকা পাবে, চলুন এই সমস্ত তথ্যগুলো এবার দেখে নিই।

 

কৃষকদের জন্য বিশেষ উপহার(Pm Kisan payment)

কেন্দ্র সরকার কৃষকদের আর্থিক উন্নতির জন্য চালু করেছিল পিএম কিষান সম্মাননীধি যোজনা। এই প্রকল্পে কৃষকদের আলাদা আলাদা কিস্তিতে ২ হাজার টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার। বছরে প্রত্যেক কৃষকদের ৬০০০ টাকা করে দেওয়া হচ্ছে। ২০তম কিস্তিতে গত মাসেই কৃষকরা ২০০০ টাকা করে পেয়েছিল। এই মাসে আবারো কৃষকদের ব্যাংকে ২০০০ টাকা করে দেওয়া হবে।

 

এই মাসে কাদের কাদের টাকা দেবে?(Pm Kisan payment update)

পিএম কিষান প্রকল্পের পক্ষ থেকে উপভোক্তাদের টাকা দেওয়ার নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে এই মাসে সকল উপভোক্তারা টাকা পাবেনা। কুড়িতম কিস্তিতে প্রচুর উপভোক্তার বিভিন্ন রকম সমস্যা হয়েছিল। তাই এদের টাকা তখন ব্যাংকের একাউন্টে ঢোকেনি। এই সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নিয়ে উপভোক্তাদের ২০০০ টাকা করে দেওয়া হচ্ছে।

 

২১তম কিস্তির টাকা কৃষকরা কবে পাবে?(Pm Kisan 21th Installment date)

এমনিতেই পিএম কিষান সম্মানীধি প্রকল্পের ২১তম কিস্তিতে টাকা দেওয়ার সময় বর্তমানে চলছে। তবে ২০তম কিস্তির টাকা দিতে এবার বেশ কিছুটা দেরি হয়েছিল। সাধারণভাবে এই অক্টোবর মাসেই পিএম কিষান প্রকল্পে আরো একটি কিস্তির টাকা আসার কথা। কিন্তু আগের কিস্তি দেরিতে দেওয়ায় ২১তম কিস্তির টাকাও অক্টোবরে দেওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে সূত্রের খবর দীপাবলির মধ্যে টাকা উপোক্তাদের ব্যাংকে চলে আসবে, যা সকলের উৎসবের আনন্দ অনেকটাই বাড়িয়ে দেবে।

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This