প্রধানমন্ত্রী কিষান সম্মাননীধি (PM Kisan sanmannidhi) যোজনার পক্ষ থেকে এই প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো বড় খুশির খবর। এদের উৎসবের আনন্দ দ্বিগুণ করে পিএম কিষান যোজনার ২১তম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেটে এসেছে। এবারের এই কিস্তির টাকা কত তারিখে কৃষকরা পাবে সেটা নতুন এই আপডেটে জানানো হয়েছে। পাশাপাশি এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে আরো একটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে, প্রকল্পের উপভোক্তারা এবার থেকে আট হাজার টাকা করে পাবে। এক্ষেত্রে সরাসরি ২০০০ টাকা বাড়তি দেওয়া হবে কৃষকদের ব্যাংকে।
তো কৃষকদের জন্য বিশেষ কি কি ঘোষণা হয়েছে, পিএম কিষান সম্মাননীধি প্রকল্পের পক্ষ থেকে নতুন কি কি আপডেট এসেছে, এই প্রকল্পে আট হাজার টাকা করে দেওয়ার ব্যাপারে কি কি তথ্য জানা যাচ্ছে, পাশাপাশি ২১তম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে কি কি তথ্য জানা গেছে, কবে এই টাকা কৃষকদের ব্যাংকে আসবে চলুন এই তথ্যগুলো এবার আমরা জেনে নেব।
পিএম কিষানের সুসংবাদ (PM Kisan Good news)
কৃষকরাই দেশের মূল সম্পদ, এই কৃষকরাই অক্লান্ত পরিশ্রম করে সমস্ত দেশবাসীর মুখে নিয়মিত অন্ন তুলে দিচ্ছে। তাই কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো প্রধানমন্ত্রী কিষান সম্মাননীধি প্রকল্প। যার মাধ্যমে কৃষকদের ব্যাংকে সরাসরি টাকা দেয় কেন্দ্র সরকার। আলাদা আলাদা সময়ে, আলাদা আলাদা কিস্তি অনুসারে কৃষকদের ব্যাংকে এই টাকা আসছে। যেখানে প্রতি কিস্তিতে কৃষকরা ২০০০ টাকা করে পায়।
টাকা বৃদ্ধি নিয়ে কি জানা যাচ্ছে?(PM Kisan payment increase)
প্রধানমন্ত্রী কিষান সম্মাননীধি প্রকল্পের টাকা বাড়ানোর ব্যাপারে দীর্ঘদিন থেকে নানা মহল থেকে দাবী হয়ে আসছিল। কৃষকরাও অনেক থেকেই অপেক্ষা করে আছে এই প্রকল্পের টাকা কবে সরকার বাড়াবে সেই আআশায়। এবার হয়তো কৃষকদের সেই আশা পূরণ হতে চলেছে। কারন এই প্রকল্পের পক্ষ থেকে নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে এখন থেকে কৃষকরা ৮ হাজার টাকা করে পাবে। এই বছরই এই টাকা বৃদ্ধি কার্যকর করতে পারে সরকার।তাই শেষ পর্যন্ত এই টাকা বৃদ্ধি কার্যকর হলে অনেকটাই উপকৃত হবে দেশের কোটি কোটি কৃষক।
২১তম কিস্তির টাকা কবে দেবে?(PM Kisan 21th installment date)
এদিকে আবার কৃষকদের উৎসবের আনন্দ দ্বিগুণ করে ২১তম কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে। এর আগে কুড়িতম কিস্তির মাধ্যমে কৃষকরা টাকা পেয়েছিল। এমনিতে চলতি কিস্থির টাকা দেওয়ার সময় শুরু হয়েছে। সাধারণভাবে পূজোর আশেপাশে উপভোক্তাদের ব্যাংকে সেই টাকা দেওয়া হয়। কিন্তু এবার কুড়ি তম কিস্তির টাকা অনেকটা দেরিতে আসায় ২১তম কিস্তির টাকা দেরি হতে পারে বলে খবর। তবে দীপাবলির আশেপাশে এই টাকা কৃষকদের ব্যাংকে যেন দেওয়া যায় সেই দিকে বিশেষ লক্ষ নিয়েই এগোচ্ছে সরকার। পুজোর মরশুমে এই টাকা পেলে তাই কৃষকরা অনেকটাই খুশি হবে।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg






