পুরনো নোট বা কয়েন (Sell 1 rupees note)বাড়িতে জমিয়ে রেখেছিলেন, এবার সেই টাকাই আপনার ভাগ্য ফেরাবে। অচল টাকা ভেবে ফেলে রাখা কিংবা শখের কারণে জমিয়ে রাখা পুরনো টাকা গুলোর এই মুহূর্তে বিশেষ চাহিদা দেখা যাচ্ছে। অনেকটা বেশি দামে বিক্রি করা যাচ্ছে এই পুরনো টাকাগুলো। আর সবচেয়ে বড় কথা এর জন্য কোথাও যেতে হচ্ছে না। টাকা নিতে বাড়িতে আসবে লোক, আপনার টাকা যাচাই করে পুরনো টাকা নিয়ে যাবে, তার বদলে অনেক বেশি টাকা পাবেন আপনারা। তবে যেটা অত্যন্ত গুরুত্বর সাথে দেখা হয় সেটা হচ্ছে টাকার মধ্যে কি বিশেষত্ব রয়েছে। সকল পুরোনো টাকাতেই বেশি টাকা পাওয়া যায়না। যে টাকার মধ্যে একাধিক বিশেষত্ব রয়েছে সেই টাকার দাম আরো বেশি হয়।
পুরনো টাকা বিক্রির জন্য আপনাদের কি করতে হবে, কোন কোন টাকা গুলো বিক্রি করা যায়, টাকার মধ্যে বিশেষত্ব কি কি থাকতে হয়, কোন বিশেষত্ব থাকলে টাকার দাম কতটা হয়, কোন টাকার দাম কতটা হবে আপনারা কি করে বুঝবেন, আর কিভাবে টাকা বিক্রি করলে গ্রাহক বাড়িতে এসে আপনার কাছ থেকে পুরনো টাকা কিনে নিয়ে যাবে, এই সমস্ত তথ্যগুলো চলুন এবার আমরা এক এক করে দেখে নিই।
কোন কোন টাকা বিক্রি করতে পারবেন (old rupee value)
পুরনো বিভিন্ন মানের ও আলাদা আলাদা রকমের টাকা রয়েছে। এক্ষেত্রে এক টাকা, দু টাকা, পাঁচ টাকা, দশ টাকা সহ প্রত্যেকটি টাকাই বিক্রি করা যায়। তবে এক্ষেত্রে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে টাকার মধ্যে কি স্পেশালিটি রয়েছে। বিশেষত্ব না থাকলে ওই টাকার বেশি দাম হবেনা। এই বিশেষত্বের কারণেই এই টাকাগুলোকে বেশি দামে কেনে গ্রাহকরা। একটি টাকার মধ্যে এক বা একাধিক বিশেষত্ব থাকতে পারে। এক্ষেত্রে মনে রাখবেন যত বেশি বিশেষত্ব থাকে টাকার মধ্যে দাম তত বেশি হয়।
এক টাকার নোটের ক্ষেত্রে কি বিশেষত্ব লাগে(Sell 1 rupees note)
বিভিন্ন দিকে বর্তমানে যে টাকার চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটি হল এক টাকার কয়েন বা নোটের। পুরনো কোন টাকাটি কত টাকায় বিক্রি হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে ওই টাকার কয়েকটি বিষয়ের উপর। আলাদা আলাদা বেশ কয়েকটি সিরিজ প্রচলিত আছে। এক টাকার নোটের ক্ষেত্রে দুটো সিরিজের চাহিদা অনেকটা বেশি। একটি হলো নাম্বার সিরিজ, আর অন্যটির ৭৮৬ সিরিজের। আপনাদের যাদের যাদের কাছে এই সিরিজের নোট রয়েছে কিভাবে টাকাটা সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করবেন তা শেষে জানানো রয়েছে, অবশ্যই সেই তথ্য দেখে নেবেন।
এক টাকার কয়েনে কি বিশেষত্ব থাকতে হয় (Sell 1 rupees coin)
যেকোনো টাকার ক্ষেত্রেই কয়েন এবং নোট এর বিশেষত্ব আলাদা আলাদা হয়। এক টাকার কয়েনে বিভিন্ন ধরনের বিশেষত্ব দেখতে পাওয়া যায়। এর মধ্যে যেকোনো একটি বিশেষত্ব থাকলে এই কয়েনটিও অনেক বেশি দামে বিক্রি হয়। এক টাকার কয়েনের ক্ষেত্রে বিশেষত্ব হলো এ কয়েন এর মধ্যে থাকতে হবে বৈষ্ণোদেবির ছবি। এই সিরিজের কয়েন থাকলে আপনি তা আপনি কিভাবে বিক্রি করবেন চলুন এবার দেখে নিই।
বাড়িতেই সরাসরি গ্রাহকের কাছে টাকা বিক্রি(Sell 1 rupees note from home)
উপরে টাকার যে আলাদা আলাদা সিরিজের কথা বলা হয়েছে এগুলোর মধ্যে যেকোনো একটি সিরিজ থাকলে আপনারা খুব সহজে বাড়িতে থেকে এই টাকাগুলোকে বিক্রি করতে পারবেন। নির্দিষ্ট এই পদ্ধতির ব্যবহার করলে গ্রাহক বাড়িতে এসে টাকা নিয়ে যাবে। এর জন্য আপনার টাকার বিশেষত্ব আগে বের করতে হবে। তারপর সেই টাকা কোন ওয়েবসাইটে আপলোড করতে হবে। টাকা নেওয়ার জন্য যখন গ্রাহকরা যখন যোগাযোগ করবে, তখন সেই গ্রাহকদের নিজেদের ঠিকানায় ডেকে ডিল করতে পারবেন। এভাবেই সহজে বাড়িতে থেকেই আপনারা এই পুরনো টাকা হাতে হাতে বিক্রি করতে পারবেন।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg






