সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে শুরু হচ্ছে এসআইআর বা স্পেশাল ইন্টেসিভ রিভিশন। এই নিয়ে গত বুধবার রাজ্যের নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন।যেখানে জানতে চাওয়া হয়েছিল এসআইআর নিয়ে রাজ্যের প্রস্তুতি কতটা। এবার সেই মর্মেই নির্বাচন কমিশনের রাজ্য দপ্তর থেকে চিঠি গেল জাতীয় নির্বাচন কমিশনে। যেখানে বিশেষভাবে জানানো হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রাজ্য। প্রস্তুতি শেষ হতেই ২০০২ সালের ভোটার তালিকাও প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। সকল সাধারণ মানুষ এখন খুব সহজেই বাড়িতে বসে এই তালিকায় তাদের নাম রয়েছে কিনা তা সরাসরি চেক করতে পারবে।
রাজ্যে এসআইআর শুরু(SIR Start) নিয়ে কি কি জানানো হয়েছে, রাজ্য নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনকে এই নিয়ে কি কি বলেছে, এবার কোন কোন রাজ্যে এসআইয়ের শুরু হচ্ছে, পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হবে, ২০০২ সালের যে ভোটার তালিকা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেই তালিকা আপনারা কিভাবে পাবেন, এই তালিকাটি কিভাবে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন তথ্যগুলো এবার দেখে নিন।
রাজ্য নির্বাচন কমিশন SIR প্রস্তুতি নিয়ে কি জানালো?(SIR Start by election commission)
বেশ কিছুদিন আগেই রাজ্য নির্বাচন কমিশনকে স্বতন্ত্র ঘোষণা করে রাজ্যের বিভিন্ন জেলায় এসআইআর শুরু করার প্রস্তুতি নিতে বলেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই অনুযায়ী জেলা থেকে জেলার সমস্ত তথ্য সংগ্রহ করেছে কমিশনের আধিকারিকেরা। এরপর প্রত্যেক জেলার তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। বৈধ ভোটারের এই তালিকা ইতিমধ্যে নিজের ওয়েবসাইটেও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরই পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে এসআইআর করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তারা।
২০০২ সালের বৈধ ভোটারের তালিকা কিভাবে ডাউনলোড করবেন?(Download Voter list of 2002 )
1. সবার প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2. এরপর ELECTORAL ROLL 2002
(Voter List)- এ ক্লিক করতে হবে।
3.এরপর তালিকা থেকে নিজের জেলা, বিধানসভা কেন্দ্র, এবং ভোটার কেন্দ্রের নাম খুঁজে বের করতে হবে। এবং সর্বশেষ নামের পাশে থাকা Fnal Roll-এ ক্লিক করতে হবে। এরপর যে তালিকাটি আসবে সেখান থেকে নিজের ভোটার সংক্রান্ত সমস্ত তথ্য খুঁজে বের করতে হবে।
রাজ্যে কত তারিখ থেকে শুরু হচ্ছে এস আই আর?(SIR Start date in west bengal)
নির্বাচন কমিশন আগে থেকেই চাইছে একটুও বিলম্ব না করে যত দ্রুত সম্ভব এসআইআর চালু করতে। এই নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করছে কমিশনের সমস্ত আধিকারিকেরা। এসআইআর করার জন্য যে সমস্ত তথ্য জোগার ও পদ্ধতি রয়েছে তা সম্পূর্ণ হয়েছে গতকালকেই। তালিকা চূড়ান্ত করেই জাতীয় নির্বাচন কমিশনকে এ বিষয়ে জানানো হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে অগাস্ট মাসে প্রথমার্ধেই রাজ্যে এস আই আর শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এবং যেকোনোভাবে এই মাসেই স্পেশাল ইন্টেসিভ রিভিশন চালু হয়ে যাবে।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg