ইতিমধ্যে বিহারে ভোটার ভেরিফিকেশন চালু করেছে নির্বাচন কমিশন(SIR From ECI)। এই নিবিড় সমীক্ষার ফলে প্রায় ৬২ লক্ষের মতন অবৈধ ভোটার কার্ড বাতিল করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গ সহ সারা দেশের প্রত্যেকটি রাজ্যেই এই ভোটার ভেরিফিকেশন চালু করতে চলেছে নির্বাচন কমিশন। আর এই ভোটার ভেরিফিকেশনের তীব্র বিরোধিতা করছে বিরোধী দলগুলো। যদিও কমিশন সূত্রে জানা যাচ্ছে যে সম্পূর্ণ প্রক্রিয়াটি সংবিধানিক নিয়ম মেনেই হচ্ছে। এটি নতুন কোন ঘটনা নয়, আগেও ২০০২-৩ সালে এটি করা হয়েছিল। তাই দেশের প্রত্যেকটি রাজ্যে এই এসআইআর ভোটার ভেরিফিকেশন করা হবে। এই যাচাইকরণের সময় বেশ কিছু কাগজপত্র সকলের থাকতে হবে। তা না হলে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে।
ভোটার ভেরিফিকেশন(Voter card Verification) বা এসআইআর (SIR From ECI)নিয়ে কি কি জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে কবে থেকে এটি শুরু করা হবে, ভোটার তালিকায় নাম রাখতে গেলে কোন ১১টি ডকুমেন্টস প্রয়োজন হবে, কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্টস প্রযোজ্য, এসআই আর কি, এটা কেন করা হয়, যাদের যাদের নাম কাটা যাবে তাদের কি হবে, এই বিষয়ে ঠিক কি কি আপডেট দিয়েছেন নির্বাচন কমিশন চলুন সমস্ত তথ্য গুলো এক এক করে জেনে নিই।
এস আই আর কি?(What Is SIR)
এস আই আর এর পুরো নাম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় স্বামীক্ষা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে এই এসআইআর কোন নতুন ঘটনা নয়। একটি নির্দিষ্ট সময় অন্তর এই বিশেষ সমীক্ষা করে নির্বাচন কমিশন। ভোটার তালিকাকে সম্পূর্ণভাবে স্বচ্ছ রাখতে, এই এসআইআর করা হয়। এর মাধ্যমে মৃত ভোটার, অন্যত্র চলে যাওয়া ভোটার, এবং ভুয়ো ভোটারদের মূল তালিকা থেকে বাদ দেওয়া হয়।
তালিকায় নাম রাখতে কোন ১১টি কাগজ প্রয়োজন?(Documents Require For SIR)
ইতিমধ্যেই বিহারে এসআইআর প্রায় শেষ পর্যায়ে। এই সমীক্ষায় আধার কার্ড, ভোটার কার্ড, বা রেশন কার্ড কোনটাই গ্রহণযোগ্য হবে না। এগুলির বাইরে বিশেষ ১১ টি নথির কথা বলা হয়েছে। এই নথি গুলোর মধ্যে যেকোনো একটি নথি সকলের থাকতেই হবে।
- প্রথমত যারা যারা রাজ্য বা কেন্দ্র সরকারের বর্তমান বা প্রাক্তন কর্মচারী তাদের সেই পরিচয় পত্র থাকলেই হবে।
- যাদের জন্ম ১৯৮৭ সালের আগে, তাদের ক্ষেত্রে ১৯৮৭ সালের ১লা জুলাইয়ের আগের কোন সরকারি নথি, এক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক, পোস্ট অফিস, বা এলআইসির কাগজ গ্রহণ করা হবে।
- বৈধ ভারতীয় পাসপোর্ট
- বৈধ জন্মের শংসাপত্র
- যেকোনো ধরনের শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শংসাপত্র, যেখানে জন্ম তারিখ বা সাল সংক্রান্ত তথ্য রয়েছে।
- উক্ত এলাকার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
- জাতীয় নাগরিক পঞ্জিকাালিকায় নাম।
- বনাঞ্চলের অধিকার সংক্রান্ত শংসাপত্র
- রাজ্য সরকার কিংবা স্থানীয় প্রশাসনের দ্বারা তৈরি করা পারিবারিক রেজিস্টার।
- সরকারি স্বীকৃত জমির দলিল, পর্চা, ব্যবহার করা যাবে।
কিভাবে এসআইআর এর এই সমীক্ষা করা হবে?(How SIR Will Done)
এদের সমীক্ষা করার জন্য এক বিশেষ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিএলওরা। প্রত্যেকটি বুথে একজন করে বিএলও নিযুক্ত আছে। তাদের কাছেই সমস্ত প্রয়োজনীয় নথিগুলো জমা করতে হবে। বিধানসভার স্তরে এই যাচাই করন সম্পূর্ণ হলে তা জেলা স্তরে চলে যাবে, এবং জেলাস্থরে যাচাই সম্পূর্ণ হলে তা রাজ্যস্তরে পাঠানো হবে। এভাবেই ভোটার কার্ডের এই নিবিড় সমীক্ষাটি (SIR From ECI)সম্পন্ন হবে।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg






