এবার উৎসবের মরশুমে স্টেট ব্যাংকের (State bank of India) গ্রাহকদের জন্য বড় খুশির খবর, দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে এসেছে এসবিআই। স্টেট ব্যাংকে যদি একাউন্ট থাকে তাহলে গ্রাহকরা নতুন এই সুবিধাগুলো নিতে পারবে। পাশাপাশি যে সমস্ত গ্রাহকরা এখনও স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেনি তারাও নতুন একাউন্ট খুলে এই সুবিধা নিতে পারবে। গ্রাহকরা যাতে আর্থিকভাবে আরো সাবলম্বী হতে পারে এবং সকলের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতে নতুন এই উদ্যোগ নিয়েছে এসবিআই। যেহেতু স্টেট ব্যাংকে কোটি কোটি গ্রাহকের একাউন্ট রয়েছে, তাই ব্যাংকের পক্ষ থেকে চালু হওয়ার এই সুবিধার প্রভাব অনেকটাই বেশি দেখা যাবে। পাশাপাশি এই সুবিধা চালুর ফলে কোটি কোটি গ্রাহক উপকৃত হবে।
তো এসবিআই তাদের গ্রাহকদের জন্য কি কি নতুন সুবিধা নিয়ে এসেছে, এই সুবিধা পেতে হলে গ্রাহকদের কি কি করতে হবে, কোন কোন গ্রাহকরা স্টেট ব্যাংকের এই নতুন সুবিধা নিতে পারবে, কোন নিয়মের মাধ্যমে কারা কারা উপকৃত হবে, এবং কোন ক্ষেত্রে গ্রাহকরা বেশি লাভবান হবে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার আমরা জানবো।
স্টেট ব্যাংকের বিশেষ পদক্ষেপ (State bank of India special drive )
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল দেশের বৃহত্তম ব্যাংক। প্রতিনিয়ত কোটি কোটি গ্রাহক এই ব্যাংকে টাকা পয়সা লেনদেন করে। গ্রাম থেকে শহর সর্বত্রই এই ব্যাংকের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। তাই এই সকল গ্রাহকদের কথা চিন্তা করেই এসবিআই এর পক্ষ থেকে নানা সময় বিভিন্ন রকম প্রকল্প এবং সুযোগ সুবিধা ব্যাংকের গ্রাহকদের জন্য আনা হয়। এরকমই নতুন দুটো সুবিধা স্টেট ব্যাংকের গ্রাহকরা এখন থেকে নিতে পারবে।
স্টেট ব্যাংকের উপহার(State bank of India Benefit for customer)
স্টেট ব্যাংক রেকারিং ডিপোজিট নামে এক ব্যাংকিং পরিষেবা নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। এক্ষেত্রে এসবিআই গ্রাহকরা অনেকটা বেশি পরিমাণে সুধ পায় ব্যাংকের পক্ষ থেকে। ব্যাংকের গ্রহকরা শুধুমাত্র ১০০ টাকা থেকেই এই পরিষেবা পাবে। তবে যারা কিছুটা বেশি টাকা জমা রাখবে সেক্ষেত্রে তারা আরো বেশি সুযোগ সুবিধা পাবে।
কেউ যদি এক হাজার টাকার রেকর্ডিং ডিপোজিট করে সে ক্ষেত্রে বছরে সে ৪৪৯ টাকা বেশি পাবে। আর দু বছর হিসেবে এই রেকারিং ডিপোজিট করলে ১০০০ টাকায় অতিরিক্ত আরো ১৮২০ টাকা পাওয়া যাবে। অর্থাৎ নিজের টাকা ছাড়াও অতিরিক্ত আরও এই টাকা ব্যাংকের গ্রাহককে দেবে। তবে প্রত্যেক ক্ষেত্রেই টাকার পরিমান যত বেশি হবে সুদের পরিমাণও ততটা বেশি পাওয়া যাবে। তাই স্টেট ব্যাংকের (State bank of India new Benefit) পক্ষ থেকে চালু হওয়া এই নতুন সুবিধা পেয়ে অনেকটাই খুশি ব্যাংকের গ্রাহকরা।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg






