Krishak Bandhu: ২০২৫ সালে কৃষকবন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা, কৃষকদের জন্য খরিপ মরশুমের টাকার বড় আপডেট

Published By: bongosomoyin@gmail.com | Published On:

অবশেষে এলো সুখবর, কৃষক বন্ধু(Krishak Bandhu) প্রকল্পের খরিপ মরশুমের টাকা নিয়ে এবার এলো বড় আপডেট। দীর্ঘদিন থেকেই কৃষকরা অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের খরিপ মরশুমের টাকার। কিন্তু ২০২৫ সালের অর্ধেকর বেশি সময় পার হয়ে গেলেও এই বছরের প্রথম কিস্তির টাকা এখনো উপোক্তারা পায়নি। এই টাকা নিয়ে তাই কৃষকরা ভীষণই চিন্তায় রয়েছে। এইদিকে আবার কৃষকদের চিন্তা বাড়িয়েছে এই প্রকল্পের ওয়েবসাইটের তথ্য। কৃষকবন্ধু প্রকল্পের সরকারি ওয়েবসাইটে কৃষকরা তাদের একাউন্টের স্ট্যাটাসও দেখতে পারছে না। সবমিলিয়ে অনেকটাই সমস্যায় পড়েছিল কৃষকরা। অবশেষে তাদের সুখবর দিয়ে জানানো হলো কবে এই প্রকল্পের এবারে কিস্তির টাকা কৃষকরা পাবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

কৃষক বন্ধুদের জন্য এবারের খরিপ মরশুমের টাকা নিয়ে কি কি ঘোষণা করা হয়েছে, এবারের টাকা এখনো কেন কৃষকরা পাচ্ছে না, টাকা নিয়ে কি কি সমস্যা দেখা দিয়েছে, কত তারিখে এবারের কিস্তির টাকা কৃষকরা পেতে চলেছে, কোন কোন কৃষকরা এবার টাকা পাবে আর কাদের কাদের এই কিস্তি থেকে টাকা দেওয়া হবে না, খরিপ সেজনের টাকা নিয়ে নতুন কি কি আপডেট এসেছে চলুন সমস্ত তথ্য গুলো এবার দেখে নেওয়া যাক।

 

কৃষক বন্ধু প্রকল্পের টাকা (Krishak Bandhu Payment)

২০২১সালে কৃষকদের আর্থিক উন্নতি ঘটাতে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। তখন থেকে কৃষকরা প্রতিবছর এই প্রকল্পের মাধ্যমে আলাদা আলাদা কিস্তিতে টাকা পেয়ে আসছিল। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বাৎসরিক ৪ হাজার টাকা এবং ১০ হাজার টাকা করে দেওয়া হয়। শেষবার ২০২৪ সালে কৃষকদের টাকা দেওয়া হয়েছিল। তখনো এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের ৫০০০ টাকা এবং ২০০০ টাকা করে দেওয়া হয়েছিল। কিন্তু এরপর থেকে দীর্ঘ দিন এই প্রকল্পে আর টাকা পায়নি কৃষকরা।

 

কৃষক টাকার সময়(Krishak Bandhu Payment time)

কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে টাকাটা আসে সেটা মূলত দুটি ভাগে ভাগ করে কৃষকদের ব্যাংকে দেওয়া হয়। আর এই দুটো আলাদা আলাদা ভাগ হয় দুটো মরশুম হিসেবে। বছরের প্রথম কিস্তিটি দেওয়া হয় খরিফ মরশুমে, এবং দ্বিতীয় কিস্তি আসে রবি মরশুমের মাধ্যমে। এক্ষেত্রে প্রথম কিস্তির যে সময় সেটা শুরু হয় এপ্রিল মাসের ১ তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বরে ৩১ তারিখে। অপরদিকে বছরের দ্বিতীয় কিস্তি বা রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় পরের বছরে মার্চ মাসের ৩১ তারিখে।

 

খরিপ মরশুমের টাকা কৃষকরা কবে পাবে?(Krishak Bandhu Payment date)

কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী কৃষকরা এই ২০২৫ সালে প্রথমে খরিপ মরশুমের টাকা পেতে চলেছে। এই মরশুমের টাকা প্রাথমিকভাবে জুন মাসে দেওয়া হলেও পরে তা এগিয়ে এনে এপ্রিল মাস করা হয়। এই হিসেবেই কৃষকরা টাকা পেয়ে আসছিল। কিন্তু এবার এই সমস্ত সময় পার করেও কৃষকদের টাকা দেওয়া হয়নি। অবশেষে এই টাকা নিয়ে নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানানো হয়েছে যে এই কৃষকরা খরিপ মরশুমের টাকা এবার পাবে। টাকা দেওয়ার প্রসেস চূড়ান্ত হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই কৃষকদের ব্যাংকে এই টাকা আসবে বলে জানা যাচ্ছে।

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This