Krishak Bandhu: কৃষকবন্ধু প্রকল্পে আরো একধাপের টাকা, আজ আরও ৮টি জেলার কৃষকদের ব্যাংকে টাকা ঢুকবে

Published By: bongosomoyin@gmail.com | Published On:

গত ২৯ শে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কৃষকবন্ধু (Krishak Bandhu)প্রকল্পে এবারে খরিপ মরশুমের টাকা দেওয়ার কাজ শুরু করেছে। তারপর থেকে ধাপে ধাপে কৃষকদের ব্যাঙ্কে এই টাকা আসছে। তবে এখনো পর্যন্ত খুব কম সংখ্যক কৃষক তাদের ব্যাংকে চলতি কিস্তির টাকা পেয়েছে। বেশিরভাগ কৃষকের একাউন্টে এবারের কিস্তির টাকা এখনো আসেনি। আর এর মূল কারণ হচ্ছে ধাপে ধাপে টাকা দেওয়া। এবার কৃষকদের টাকা আলাদা আলাদা ভাগে কিছুটা সময় নিয়ে ছাড়া হচ্ছে। যে কারণে টাকা দেওয়া শুরু হয়েছে প্রায় ১০ দিন হতে চললেও এখনো পর্যন্ত সকল কৃষকরা টাকা পায়নি। তবে কৃষকদের জন্য সুখবর হলো আজকে আরো একধাপের টাকা ছাড়া হচ্ছে, ৮টি জেলার কৃষক এবার তাদের ব্যাংকে টাকা পাবে। আর বাকিদের টাকা কবে দিবে এই বিষয়ে নতুন আপডেটে জানানো হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

তো কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি তথ্য এলো, কোন কোন জেলার কৃষকদের আজকে আবার টাকা দেওয়া হচ্ছে, কেন এখনো পর্যন্ত বেশিরভাগ কৃষক এই চলতি কিস্তির টাকা পায়নি, যারা এখনো পর্যন্ত এই টাকা পায়নি তাদের ব্যাংকে এই টাকা কবে দেবে, কাদের একাউন্টে কত টাকা করে দেওয়া হচ্ছে, সর্বোপরি এবারে টাকা দেওয়ার শেষ তারিখ কবে, এই সমস্ত তথ্যগুলো এবার এক এক করে আমরা জেনে নেব।

 

কৃষকদের ব্যাংকে টাকা (Krishak Bandhu payment)

কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের একাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার। এক্ষেত্রে প্রতিবছর দুটো কিস্তিতে টাকা কৃষকদের দেওয়া হয়। এই দুটো ভাগের মধ্যে একটি ভাগের টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া শুরু হয়েছে। খরিপ মরশুমের টাকা কৃষকরা বর্তমানে পাচ্ছে। এবার রাজ্যের মোট এক কোটি ৯ লক্ষ কৃষক পরিবারকে সর্বমোট ২৯৩০ কোটি টাকা প্রদান করা হয়েছে। এই টাকাটা আলাদা আলাদা ভাবে কৃষকদের একাউন্টে ঢুকছে। ধাপে ধাপে টাকা দেওয়ার কারনে এবার সকল কৃষক একসঙ্গে টাকা পাচ্ছে না।

 

কোন কোন জেলায় কবে টাকা দিচ্ছে?(Krishak Bandhu payment release)

তো কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে এবার যে টাকা দেওয়া হয়েছে এক্ষেত্রে সকল জেলাতেই কিছু কিছু কৃষক এই টাকা পেয়েছে। কিন্তু প্রায় প্রত্যেকটি জেলাযই রয়েছে যেখানে প্রচুর কৃষকের ব্যাংকে টাকা আসেনি। এদের মধ্যে যারা যারা টাকা পায়নি তাদের টাকা কোন কোন ধাপে আসবে সে বিষয়ে নতুন আপডেট এসেছে। এরমধ্যে একটি ধাপে টাকা দেবে আজ এবং আগামীকাল। এই ধাপে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং সহ দক্ষিণ বঙ্গের হাওড়া হুগলি বাঁকুড়া বীরভূম সহ কয়েকটি জেলায় টাকা দেওয়া হবে। এরপর আরো একটি ধাপে টাকা আসবে আগামী সোমবার থেকে। এই ধাপে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা, জলপাইগুড়ি, নদীয়া সহ আরো বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়া হবে।এবং শেষ ধাপে বাকি যে সমস্ত জেলায় রয়েছে ও আগামী দুই ধাপের মধ্যে যাদের যাদের টাকা আটকে যাবে সেই সমস্ত কৃষকরা তাদের ব্যাংকে টাকা পাবে।

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This