সকল কৃষকদের জন্য আবারও গুরুত্বপূর্ণ আপডেট এল কৃষকবন্ধু প্রকল্পের টাকা(Krishak Bandhu payment) নিয়ে। পূজোর আগেই উপভোক্তারা আবারো পাবে ৫০০০ টাকা পর্যন্ত। একবার এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা খরিফ মৌসুমের টাকা তাদের ব্যাংকে পেয়েছিল। আর এবার রবি মৌসুমের জন্য তাদের টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট এলো। পাশাপাশি টাকা নিয়ে বিশেষ শর্তের কথা বলা হয়েছে, যারা যারা এই শর্তের মধ্যে পড়বে তাদেরকেই টাকা দেওয়া হবে।
তো কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা নিয়ে আর কি কি আপডেট এসেছে, পুজোর আগে কোন কোন কৃষকদের আবারও টাকা দেওয়া হবে, কারা কত টাকা করে পাবে, এর জন্য ঠিক কি কি শর্ত মানতে হবে, যাদের এখন টাকা আসবে না তাদের টাকা কবে দেবে, চলুন এই তথ্যগুলো এবার জেনে নেওয়া যাক।
রাজ্যের কৃষকদের জন্য বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প।এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে কৃষকদের ব্যাঙ্কে কিস্তিতে কিস্তিতে টাকা প্রদান করে রাজ্য সরকার। বাৎসরিক ৪ হাজার টাকা এবং ১০ হাজার টাকা করে এই প্রকল্পে সুবিধাভোগীরা পায়। খরিপ মরশুমে এই টাকাটির একটি ভাগে দেওয়া হয় ৫০০০ টাকা এবং ২০০০ টাকা করে, একইভাবে রবি মৌসুমে আবারো ৫০০০ টাকা এবং ২০০০ টাকার আরো একটি কিস্তি দেওয়া হয়।
এই মাসে কারা টাকা পাবে?(Krishak Bandhu payment before durga puja)
পূজোর আগে প্রচুর কৃষকের জন্য এসেছে সুসংবাদ, আবারো এদের ব্যাংকে ২০০০ টাকা এবং ৫০০০ টাকা আসতে চলেছে। তবে এবারের এই কিস্তির টাকা সকলেই পাবে না। খরিপ মরশুমে এর আগে যে টাকা কৃষকদের দেওয়া হয়েছিল সেই সময় প্রচুর উপভোক্তার বিভিন্ন ব্যাঙ্কিং সমস্যা হয়। এবার সেই সমস্যার সমাধান হওয়ায় তাদের ব্যাংকে আবারও টাকা আসছে।
বাকিদের রবি মৌসুমের টাকা কবে দেবে?(Krishak Bandhu payment date)
সকল কৃষক এই মাসে টাকা না পেলেও রবি মরশুমে যে টাকা আসছে সেখানে সকলকেই একসঙ্গে আবারো টাকা দেওয়া হবে। সাধারণত এই টাকাটা অক্টোবর মাসে দেওয়া হলেও এই মাসে টাকা দেওয়ার সময় কিছুটা পিছোতে পারে। সেক্ষেত্রে নভেম্বর মাসেও উপভোক্তাদের টাকা আসতে পারে বলে জানা যাচ্ছে।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg