Lakhir bhandar: লক্ষীর ভান্ডারের টাকা ছাড়লো ৮ জেলায়, জুন মাসের টাকার সুখবর, বরাদ্ধ ২০০০ ও ২৪০০ টাকা

Published By: bongosomoyin@gmail.com | Published On:

রাজ্যের মহিলাদের জন্য জনকল্যাণমূলক একটি প্রকল্প হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে জুন মাসের টাকা (Lakhir bhandar Jun Month Payment) নিয়ে এসেছে দুর্দান্ত সুসংবাদ। আজ থেকে এই মহিলাদের ব্যাংকে এই টাকা দেওয়া শুরু হলো। এই প্রকল্পের মাধ্যমে এবার দুই কোটি ২১ লক্ষ মহিলা তাদের একাউন্টে টাকা পেতে চলেছে। আর জুন মাসের এই টাকা দেওয়ার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে এবার সকল মহিলা একসঙ্গে টাকা পাবে না। আজকে সাতটি জেলার টাকা প্রসেস করা হবে। বাকি জেলার টাকা দেওয়ার জন্য নতুন তারিখ স্থির করা হয়েছে। উপভোক্তাদের জন্য বরাদ্দ হয়েছে ২০০০ ও ২৪০০ টাকা। সবমিলিয়ে দেখা যাচ্ছে যে এবার লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আর টাকা দেওয়ার জেলা ভিত্তিক আলাদা আলাদা তালিকা তৈরি করা হয়েছে। এই অনুসারেই টাকা আসবে উপভোক্তাদের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

লক্ষীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা কোন কোন জেলায় দেয়া শুরু, কোন কোন জেলায় এখনই টাকা দেবে না, যে সমস্ত মহিলারা এখন টাকা পাবে না তাদের একাউন্টে এই জুন মাসের টাকা কবে আসবে, এবারের কিস্তির টাকা কেন আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা তালিকা অনুসারে দেওয়া হচ্ছে, কোন কোন মহিলারা এবার টাকা পাবে, কারা কারা পাবেনা এই নিয়ে ঠিক কি কি জানিয়েছে সরকার,২০০০ ও ২৪০০ টাকা কাদের দিচ্ছে চলুন সমস্ত তথ্য এবার জেনে নেওয়া যাক।

 

লক্ষীর ভান্ডারের টাকার আলাদা আলাদা ধাপ (Lakhir bhandar Payment Slap)

জানা যাচ্ছে যে নতুন নির্দেশিকা অনুযায়ী এবার জুন মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার জন্য আলাদা আলাদা কিছু তালিকা তৈরি হয়েছে। জেলাভিত্তিক এই তালিকা অনুসারেই টাকা ঢুকবে। প্রথম ধাপের টাকা আজ প্রসেস করা হয়েছে। এই টাকাটা আজ থেকে শুরু করে আগামী ২-৩ দিনের মধ্যে উপভোক্তাদের ব্যাংকে চলে আসবে। এইপোর ২দিন গ্যাপ রেখে আগামীকা সোমবার ৯টি জেলার টাকা প্রসেস করা হবে, তার দু-তিন দিনের মধ্যে উপভোক্তারা সেই টাকা ব্যাংকে পাবে। সরকারি ছুটি থাকায় তাই এই মাসে টাকা পেতে দুই একদিন দেরি হবে সকল ভোক্তার।

 

জুন মাসের টাকা কত তারিখ পাবেন(Lakhir bhandar Payment date)

সাধারণত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেয়া হয় তার কোন সঠিক তারিখ নেই। প্রশাসনিক বিভিন্ন কাজকর্মের উপর নির্ভর করে এই টাকা কখনো আগে কখনো পরে দেওয়া হয়। এই জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার যে সময় সেই সময় ছুটি থাকায় এবার তাই টাকা পেতে দুই থেকে তিন দিন দেরি হবে মহিলাদের। কিছু কিছু ক্ষেত্রে টাকা ঢোকা শুরু হলেও সার্বিকভাবে এই টাকা ১০ থেকে ১১ তারিখের মধ্যে সকল উপভোক্তাদের ব্যাংকে আসবে বলে জানা যাচ্ছে।

 

কোন মহিলাদের ২০০০ ও ২৪০০ টাকা বরাদ্দ হয়েছে? (Lakhir bhandar Double Payment)

এমনিতে লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হচ্ছে। কিন্তু এই মহিলাদের জন্য এবারের কিস্তিতে রয়েছে বড় সুখবর। যে সমস্ত মহিলারা ১০০০ টাকা করে পেতো তারা এই মাসে পাবে ২০০০ টাকা। আর যারা ১২০০ টাকা করে পেতো তাদের ব্যাংকে আসবে ২৪০০ টাকা করে। প্রকল্পের প্রচুর উপভোক্তা এরকম রয়েছে যাদের মে মাসের কিস্তি বকেয়া পড়ে গেছে। সেই টাকাটাও এই মহিলাদের দেবে। এরকম মহিলারা ২০০০ টাকা এবং ২৪০০ টাকা করে এই মাসে পাবে।

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This