লক্ষীর ভান্ডার(Lakhir Bhandar Payment) প্রকল্পে পুজোর মাসে আবারো নতুন সুখবর। ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই সেপ্টেম্বর মাসের টাকা মহিলাদের ব্যাংকে দেওয়া শুরু হয়েছে, প্রকল্পের বেশিরভাগ মহিলা চলতি কিস্তির টাকা পেয়ে গেছে। তবে কিছু কিছু মহিলা এখনো রয়েছে যাদের ব্যাংকে এখনো টাকা আসেনি। এই সকল উপভোক্তাদের জন্য এরই মধ্যে আবারও গুরুত্বপূর্ণ আপডেট এল প্রকল্পের টাকা নিয়ে। মহিলাদের ব্যাংকে আবারও পুজোর আগে টাকা দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে মহিলাদের ব্যাংকে এই মাসেই দুবার টাকা দেওয়া হচ্ছে।এবারের যে টাকাটা আসবে এই টাকাটাকে তাই পুজোর বোনাস হিসেবেই দেখছে অনেকে।
লক্ষীর ভান্ডার প্রকল্পে পুজোর আগে কি উপহার দেওয়া হবে, মহিলাদের জন্য টাকা নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে, আবারো উপভোক্তাদের কেন টাকা দেওয়া হচ্ছে, কাদের কাদের ব্যাংকের ২০০০ টাকা এবং বাড়তি সুবিধা আসবে, মহিলাদের জন্য পূজোর বোনাস দেওয়ার বিষয়ে কি কি আপডেট পাওয়া যাচ্ছে, সর্বোপরি কত তারিখে এই বাড়তি টাকা উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হবে, এই নিয়ে কি কি খবর চলুন সমস্ত তথ্যগুলো এবার আমরা জানব।
লক্ষীর ভান্ডারে মহিলাদের উপহার (Lakhir Bhandar gift for women)
রাজ্য সরকার এখনো পর্যন্ত যতগুলো প্রকল্প চালু করেছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই লক্ষীর ভান্ডার প্রকল্পটি। তাই এই প্রকল্পকে অধিক গুরুত্ব দিয়ে বিচার করে রাজ্য সরকার। মহিলাদেরকে আর্থিকভাবে সহায়তা করার উদ্দেশ্যেই রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করেছিল ২০২১ সালে। তখন থেকে মহিলারা প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছে। আগে ৫০০ টাকা এবং এক হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হলেও এখন মহিলারা ১০০০ টাকা এবং বারোশো টাকা করে পায়। তবে পুজোর মাসে মহিলাদের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছে সরকার।
পুজোয় বিশেষ কি উপহার?(Lakhir Bhandar pujo special)
রাজ্য সরকার পুজোর আগে লক্ষীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। এর আগের বছরগুলোতেও দেখা গেছে যে পুজোর মাসে উপভোক্তাদের দুবার টাকা দেওয়া হয়েছে। এক্ষেত্রে যে সমস্ত উপভোক্তারা সাধারণভাবে এক হাজার টাকা করে পায় তাই তারা এই পূজোর মাসে ১০০০ টাকার সাথে আরও এক হাজার টাকা মিলিয়ে ২ হাজার টাকা পাবে, একইভাবে যারা ১২০০ টাকা পায় তাদের ব্যাংকে দুবারে ২৪০০ টাকা করে দেওয়া হবে। অন্যান্য বারের মতো এবারও পুজোর আগে মহিলাদের জন্য এই বিশেষ উপহার থাকছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।
কবে দেবে এই টাকা?(Lakhir Bhandar Payment date)
ইতিমধ্যে এই সেপ্টেম্বর মাসের প্রকল্পের মহিলাদের টাকা দেওয়া শুরু হয়েছে। বেশিরভাগ মহিলা তাদের ব্যাংকে এবারের কিস্তির টাকা পেয়ে গেছে। যদিও এখনো কিছু কিছু উপভোক্তার টাকা বাকি রয়েছে।বিভিন্ন মিডিয়ার সূত্র মারফত জানা যাচ্ছে যে এই পুজোর আগে আবারো উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়া হবে। যাদের টাকা এখনো বাকি তাদের আগামী কয়েক দিনের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে, আর যারা যারা ইতিমধ্যে টাকা পেয়েছে তাদের ব্যাংকে পুজোর আগে আবারো টাকা আসবে। আর এই টাকাটাকে অনেকেই বোনাস হিসেবে দেখলেও এই টাকাটা আসলে পরের মাসের টাকা অগ্রিম দেওয়া হয়। তবে পুজোর আগে এই টাকা একবারে পেয়ে অনেকটাই খুশি হবে লক্ষীর ভান্ডার প্রকল্পের মহিলারা।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg







