শুরু জুলাই মাস, রাজ্যসহ সারা দেশ জুড়ে বদলে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নিয়ম। বিশেষত পাঁচটি ক্ষেত্রে বড় বদল (New Rules from July) এসেছে এই মাস থেকে। এই তালিকায় রয়েছে ইউপিআই টাকা লেনদেনের নতুন নিয়ম, প্যান কার্ড ব্যবহারের নতুন নিয়ম, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বদল, ট্রেনের টিকিট বুকিং, এটিএম কার্ডের নতুন নিয়ম সহ বিভিন্ন ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। তাই নতুন এই নিয়মগুলো জেনে রাখা অত্যন্ত জরুরী।
ঠিক কি কি নতুন নিয়ম চালু হয়েছে, কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছে, কাদের কাদের কোন নিয়ম গুলো জেনে রাখা অত্যন্ত জরুরি, আর এই নিয়ম গুলো না জানলে আপনাদের কি কি সমস্যায় পড়তে হবে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার এক এক করে দেখে নেব।
প্যান কার্ডের নতুন নিয়ম (New Rules pan card)
প্যান কার্ড নিয়ে এবার গুরুত্বপূর্ণ আপডেট দিল সিবিডিটি। আগে প্যান কার্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইডি প্রুফ বা জন্মসংসাপত্র দিলেই প্যান কার্ডের কাজ করা যেত। কিন্তু এখন থেকে আর সেটা হবে না। প্যান কার্ডের প্রত্যেক ক্ষেত্রেই আধার কার্ড এখন বাধ্যতামূলক। আধার কার্ডের সাথে কোন রকম অসংগতি হলেই আর প্যান কার্ড পাওয়া যাবে না।
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বদল (New Rules for LPG Cylinder)
আবারো একবার এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে বড় বদল হচ্ছে। সকল মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে গত মাসে দাম সিলিন্ডার প্রতি ২৬ টাকা করে কমেছিল। এই মাসে এই দাম আবারও কিছুটা কমানো সম্ভাবনা রয়েছে। ডোমেস্টিক গ্যাসের ক্ষেত্রে এই দাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আপাতত নেই। কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে এই দাম আবারো পরিবর্তন হচ্ছে।
ট্রেনের টিকিট বুকিং এর নতুন নিয়ম (New Rules for train ticket)
এবার ট্রেনের টিকিট বুকিং এর নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন। পয়লা জুলাই ২০২৫ থেকে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে আইআরসিটিসি। তৎকাল টিকিট বুকিং করার জন্য আধার যাচাইকরন করতে হবে। এরপর ১৫ জুলাই থেকে আরও একটি নতুন নিয়ম চালু হবে, এক্ষেত্রে যেকোনো টিকিট কাটার জন্য ওটিপি দিতে হবে। আর এই নিয়মটি অনলাইন এবং অফলাইন দুটো টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য।
এটিএম কার্ড ব্যবহারের নতুন নিয়ম (New Rules for ATM card)
এই জুলাই মাস থেকেই লক্ষ লক্ষ এটিএম ব্যবহারকারীদের জন্য বড় বদল। ক্রেডিট কার্ডে ১০ হাজার টাকার বেশি খরচ হলেই অতিরিক্ত এক শতাংশ সুদ দিতে হবে। এছাড়া বিভিন্ন রকম বিল যেমন ইউটিলিটি অনলাইন গেমিং এবং জ্বালানি খরচের ক্ষেত্রেও ১০ হাজার টাকার বেশি খরচ করলে অতিরিক্ত এক শতাংশ হারে সুদ দিতে হবে।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg