বাড়িতে এই পুরনো ২ টাকা আছে, তাহলে সুখবর, বিক্রি করলেই পাবেন ৭০ হাজার টাকা (Sell Old Note Coin
বাড়িতে পড়ে থাকা পুরনো নোট বা কয়েনগুলো (Sell Old Note Coin)এবার সরাসরি বিক্রি করতে পারবেন গ্রাহকের কাছে। পুরনো টাকা বিক্রি করার এটাই সুবর্ণ সুযোগ। দেখা যায় অনেকের কাছেই এরকম পুরনো নোট বা কয়েন পরে রয়েছে। অনেকে আবার শখের কারণে এই পুরনো টাকাগুলো বাড়িতে জমিয়ে রেখেছে। সকলের জন্যই টাকা বিক্রি করার এটা দুর্দান্ত একটি সুযোগ। কারণ এই পদ্ধতিতে টাকা বিক্রি করলে গ্রাহক বাড়িতে এসে আপনার কাছ থেকে পুরোনো টাকা কিনে নিয়ে যাবে। অনেকেরই এই টাকাগুলো বিক্রি করার ইচ্ছে থাকলেও তারা এই টাকা বিক্রি করার সঠিক পদ্ধতি জানে না।
কোন কোন টাকা বিক্রি করা যায়?
পুরনো বিভিন্ন ধরনের কয়েন বা নোট (Sell Old Note Coin)যেমন এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা, দশ টাকা সহ সমস্ত রকম টাকা বিক্রি করা যায়। তবে এর জন্য বিশেষ কিছু শর্ত মিলতে হয়। আলাদা আলাদা টাকা অনুসারে আলাদা আলাদা রকম শর্ত রয়েছে। বিভিন্ন রকম শর্ত গুলোর মধ্যে যেকোনো একটি যদি আপনার পুরনো টাকায় মেলে তাহলেই সে টাকাটা আপনারা অনেকটা বেশি দামে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে আপনার টাকায় যদি এক এর চেয়ে বেশি শর্ত মেলে সে ক্ষেত্রে আপনার টাকাটার দাম আরো বেশি হবে।
দুই টাকার কয়েন ও নোটে (Sell Old Note Coin of 2 Rupees)কি শর্ত মিলতে হয়?
সমস্ত রকমের পুরোনো কয়েন ও নোটগুলো খুব সহজে গ্রাহকের কাছে বিক্রি করা গেলেও বর্তমানে দুই টাকার একটি বিরল নোট ও কয়েনের বিশেষ চাহিদা রয়েছে। এই দুই টাকার নোট ও কয়েনটি যাদের যাদের কাছে রয়েছে তারা এই টাকাটি এখন খুব সহজে ন্যূনতম ৭০ হাজার টাকা বিক্রি করতে পারবে। এক্ষেত্রে দু টাকার এই নোটের নাম্বারটি একটু ভিন্ন রকমের হতে হবে। যেমন সংখ্যা হিসেবে পরপর ছোট থেকে বড়, কিংবা পর পর বড় থেকে ছোট, অথবা একই সংখ্যার। পাশাপাশি ৭৮৬ সিরিজের নোটগুলোর প্রচুর চাহিদা। আর দুই টাকার কয়েনের ক্ষেত্রে বৈষ্ণ দেবীর ছবিসহ কয়েন গুলোর দাম অনেকটাই বেশি
টাকা বিক্রির সাধারণ পদ্ধতি?
এমনিতে পুরনো কয়েন বা নোটগুলোকে (Sell Old Note Coin)আপনারা কোনো কয়েন মেলা বা অনলাইনে বিক্রি করতে পারেন। তবে অনলাইনে বিক্রি করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই পদ্ধতিতে বিক্রি না করাই ভালো। কোন কয়েন মেলাতে গিয়ে আপনারা এই টাকা সহজে বিক্রি করতে পারেন। বিভিন্ন সময় নানা শহরে এই কয়েক মেলা হয়ে থাকে। তবে এর জন্য আপনাকে বেশ কিছু সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
বাড়িতে থেকে সরাসরি টাকা বিক্রির পদ্ধতি(Sell Old Note Coin from Home)
অনেক ক্ষেত্রেই দেখা যায় গ্রাহকরা সরাসরি এই টাকাগুলো গ্রাহকের কাছে বিক্রি করতে চায়, তাদের জন্য দুর্দান্ত সুযোগ। কোথাও না গিয়ে বাড়িতে থেকে গ্রাহকের হাতে হাতে টাকা বিক্রি হয়ে যাবে। এর জন্য সর্বপ্রথম অনলাইন ওয়েবসাইটে আপনার টাকার ছবি দেবেন। সেখান থেকে গ্রাহকরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। তখন ওই গ্রাহকদের টাকা লেনদেনের ব্যাপারে আপনারা আপনাদের ঠিকানায় ডাকবেন। এভাবেই খুব সহজে আপনারা বাড়িতে বসে এই পুরোনো টাকা বিক্রি করতে পারবেন।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg