আরো এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। চালু করা হলো নতুন প্রকল্প, যার নাম সমশ্রী প্রকল্প(Sramosree Prakolpo)। এই প্রকল্পে নাম তুললেই উপভোক্তারা প্রত্যেক মাসে মাসে পাবে ৫০০০ টাকা করে। আর শুধু তাই নয়, রয়েছে যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ। সামনেই রয়েছে বিধানসভা ভোট, তার আগে সাধারণ মানুষের মন জয় করতে নতুন এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। গতকাল এই নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি এই প্রকল্প চালুর ঘোষণা করেন।
নতুন এই প্রকল্প চালু করার ব্যাপারে ঠিক কি কি জানানো হয়েছে, কবে থেকে চালু হচ্ছে এই প্রকল্পটি, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে অর্থাৎ কারা কারা ৫০০০ টাকা করে পাওয়ার জন্য যোগ্য, কিভাবে এই প্রকল্পে নাম তুলতে হবে, ঠিক কাদের কাদের এই ৫০০০ টাকা করে দেওয়া হবে এই সমস্ত তথ্যগুলো চলুন এবার এক এক করে দেখে নেওয়া যাক।
কিভাবে আবেদন করতে হবে?(How to Apply for Sramosree Prakolpo)
এই প্রকল্পে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট খোলা হচ্ছে। এই ওয়েবসাইটেই সরাসরি অনলাইনে আবেদন করা যাবে। যাদের যাদের নাম ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকের তালিকায় রয়েছে তারা সরাসরি আবেদন করতে পারবে। আর যাদের নাম পরিযায়ী শ্রমিকের তালিকায় নেই তারা প্রথমে পরিযায়ী শ্রমিকের তালিকায় নিচের নাম তোলার জন্য আবেদন করবে। তারপর শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবে।
শ্রমশ্রী প্রকল্প(Sramosree Prakolpo)
রাজ্য সরকার রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা করবে। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকরাই সুবিধা পাবে। অর্থাৎ যে সমস্ত শ্রমিকরা রাজ্যের বাইরে কাজ করছে তাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এই প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ দেওয়া হবে।
শ্রমশ্রী প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে?(Sramosree Prakolpo Benefit)
রাজ্য সরকার শ্রমশ্রী প্রকল্প নামে যে প্রকল্পটি চালু করেছে সে ক্ষেত্রে বেশ কয়েকটি সুযোগ সুবিধার কথা জানানো হয়েছে। প্রথমত পরিযায়ী শ্রমিকরা যারা বাড়িতে ফিরতে চান তাদেরকে এককালীন ৫০০০ টাকা করে দেওয়া হবে, পাশাপাশি আরও পাঁচ হাজার টাকা করে এদের প্রত্যেক মাসে মাসে দেয়া হবে। আর এই টাকাটি সর্বোচ্চ বারো মাস পর্যন্ত পাওয়া যাবে। পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ দেওয়া হবে। যতদিন পর্যন্ত ওই শ্রমিকের নতুন কোন কাজের সংস্থান না হচ্ছে ততদিন এই টাকা পাওয়া যাবে।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg







